আবুল হাশেম
পবিত্র ঈদুল আজহার আগেই রাজশাহীর বাঘা উপজেলার দু’টি পৌরসভা ও সাতটি ইউনিয়নের নিম্ন আয়ের ১৪ হাজার ১৩০ পরিবারকে সরকারি খাদ্য সহায়তার বিনামূল্যের ভার্নারেবল গ্রুপ ফিটিং (ভিজিএফ)’র চাল বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
বুধবার (০৪ মে) চাল বিতরণ শেষ করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বাঘা পৌরসভার প্রশাসক শাম্মী আক্তার চাল বিতরণ কার্যক্রম শুরু করেণ।
ইউএনও জানান, বুধবার ও মঙ্গলবার ২ দিনে দুটি পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষকে চাল দেওয়ার কাজ শেষ করা হয়েছে।
বুধবার (০৪ মে) পৌরসভা ও ইউনিয়নে গিয়ে দেখা যায়,চাল পেয়ে হাসি খুশিতে বাড়ি ফিরছিলেন ভূক্তভূগিরা। তাদের একজন নিশ্চিন্তপুর গ্রামের রাশিদা ও বাজুবাঘা গ্রামের ছাপিয়া বলেন, কোরবানির ঈদের আগে পাওয়া চালে উপকার হলো। আড়ানি ও বাউসা ইউনিয়ন বাদে পৌরসভা ও ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা চাল বিতরণ করেছেন।
প্রকল্প কর্মকর্তা মাহমুদুল হক জানান,বাঘা পৌরসভার ৪ হাজার ৬২১,আড়ানি পৌরসভায় ৩ হাজার ৮১, বাজুবাঘা ইউনিয়নে ৬৬৩, গড়গড়ি ইউনিয়নে ৮২০, পাকুড়িয়া ইউনিয়নে ১ হাজার ১৬,মনিগ্রাম ইউনিয়নে ১ হাজার ৪৮২, বাউসা ইউনিয়নে ১হাজার ৪২৫, আড়ানি ইউনিয়নে ৫২২ ও চকরাজাপুর ইউনিয়নে ৫০০ ভূক্তভূগি পরিবার রয়েছে।