শ্রমিক দলের নেতা পরকীয়ার জের ধরে স্ত্রীর হাতে লিঙ্গ কর্তন।
চট্টগ্রাম নগরীর চাকতাই নয়া মসজিদ বাদশা মিয়া কলোনীতে ইং তারিখে রোজ মোঃ রফিক () পিতা পরকিয়ার লিপ্ত থাকার কারন দশায় তার স্ত্রীর হাতে হামলার শিকার হোন।
অত্র এলাকার সূত্রে জানা গেছে, মোঃ রফিক বিএনপি শ্রমিক দলের নেতা।প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহের কারণে ও একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। হামলার শিকার হওয়া মোঃ রফিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এই বিষয়ে ভুক্তভূগীর পরিবার থেকে এখনো কোন মামলা হয় নাই।
সচেতন সুশীল সমাজ রফিকের উপর হামলা সুষ্ট বিচার হয়েছে বলে মন্তব্য করে বলেন এই ঘঠনায় পুরুষ সমাজ সচেতন হবে বলে আশা করেন।