বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ – বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে ৬ অক্টোবর সকালে কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বি এইচ পি মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। প্রায় ৬৪৮জন প্রাথমিক,মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এ সময় কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ হিন্দু পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক বিকাশ কান্তি দাশ, সদস্য সচিব মাস্টার বিকাশ চন্দ্র দে, দক্ষিণ জেলা ছাত্র পরিষদের সভাপতি রিপন দাশ, সাধারণ সম্পাদক টনি পাল, বোয়ালখালী উপজেলা হিন্দু পরিষদের সদস্য সচিব অনিক দাশ কিশোর, হৃদয় দে, বোয়ালখালী উপজেলা ছাত্র পরিষদের সদস্য সচিব রোহিত মজুমদার, সৈকত দাস,নয়ন দে।
পরিদর্শের সময় শিক্ষার্থীদের অভিভাবকগণ পরীক্ষা ব্যবস্থা থেকে সন্তুষ্টি প্রকাশ করেন এবং উক্ত সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আয়োজকগণ পরবর্তীতে সুন্দর ভাবে পুরস্কার বিতরণের পর নাস্তা করবেন বলে অভিমত ব্যক্ত করেন এ সময় উপস্থিত অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে মত বিনিময় সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলার হিন্দু পরিষদের সদস্য সচিব মাস্টার বিকাশ চন্দ্র দে বলেন এরকম ধর্মীয় আচার-আচারাদি এবং উৎসাহ মূলক মেধাবৃত্তি পরীক্ষা কোমলমতি শিক্ষার্থীদের ধর্মীয় ভাবাদর্শে উজ্জীবিত করবে এবং অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণ সাহসী ভূমিকা রাখবে।