শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার( ২১ শে অক্টোবর) বিকাল ৫ ঘটিকায় বাকলিয়া ফুলতলা মেরনসান স্কুল এন্ড কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাকলিয়া থানা সভাপতি ডাঃ লিটন বিশ্বাস,
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক পুরজিত চৌধুরী, উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগর সভাপতি এস কে নাথ বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক পিংকু ভট্টাচার্য,ডাঃ রুপম রুদ্র,রাজীব চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক পলাশ সেন,উজ্জ্বল পাল চৌধুরী,ও পূজা উদযাপন কমিটির সভাপতি শিবলু কানুগো প্রমুখ।