এস আল-আমিন খাঁন, বরিশাল ব্যুরো।
পায়রা বন্দরের ইনার আনকোরেজে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে বেশি পরিমান কয়লা নিয়ে ৯’এপ্রিল সোমবার শেষ বিকেলের দিকে ‘মেসিনিয়ান স্পায়ার’ নামের একটি জাহাজ ভিড়ছে। বাহামস এর পতাকাবাহী এ জাহাজটি ৪০ হাজার ৯শ‘ ৫০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরের ইনার আনকোরেজ এসে পৌছায় যা বাংলাদেশের ইতিহাসের এই প্রথম রেকর্ড করলেন স্বপ্নের পায়রা বন্দরের।পায়রা বন্দরের পাইলট গোলাম রব্বানী বলেন, ১০.২০ মিটার গভীরতা এ জাহাজটির দৈর্ঘ্য ১৯০ মিটার ও প্রস্থ ৩২ মিটার।
পায়রা বন্দর সূত্রে আরও জানাগেছে, ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ১ সপ্তাহ আগে পায়রা বন্দরের উদ্দেশ্যে কয়লা নিয়ে যাত্রা শুরু করে জাহাজটি।পায়রা বন্দরের পাইলট আলী ইয়াকুব আলম সোমবার বিকেলে বন্দরের আউটার থেকে ইনার আনকোরেজে জাহাজটি নিয়ে আসেন।
বাংলাদেশের যে কোন বন্দরের থেকে পায়রা বন্দরের গভীরতা এখন সবচেয়ে বেশি। দেশের ইতিহাসে এর আগে কোন বন্দরের ইনার আনকোরেজে ৪০ হাজার ৯শ‘ ৫০ মেট্রিক টন মাল নিয়ে জাহাজ ঢুকতে পারেনি। এই প্রথম পায়রা বন্দরের ইনারে বাহামস এর পতাকাবাহী জাহাজটি ভিড়েছে। আগামী মঙ্গলবার থেকেই মাল খালাস কার্যক্রম শুরু হবে। এছাড়াও চলতি সপ্তাহে ৬০ হাজার মেট্রিক টনের আরও একটি বড় জাহাজ পায়রা বন্দরে আসার কথা রয়েছে বলে জানান পায়রা বন্দরের মিডিয়া ইউংস ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান।