স্টাফ রিপোর্টার:
বাঁশখালীতে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের উদ্যোগে ব্যবসা উন্নয়ন ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ অক্টোবর (শনিবার) সকালে অফিস হল রুমে এক আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।অত্র কোম্পানী’র ইভিপি ও ইনচার্জ
নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীর চীপ কন্সাল্টেন্ট রহিম উদ-দ্দৌল্যা চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইভিপি কোম্পানীর চট্টগ্রাম জোন ২ এবং ৯ এর ইনচার্জ মো.জাহাঙ্গীর আলম।
অারো বক্তব্য রাখেন কোম্পানী’র জলদি অফিসের জিএম আজগর হোসাইন গুনাগরি অফিসের জিএম এন্ড ইনচার্জ মো.ইউচুপ আনোয়ারা সাংগঠনিক অফিসের জিএম এন্ড ইনচার্জ ইদ্রিস ডিজিএম ডা.কায়ছার হাফেজ জাহেদুল ইসলাম,হাফেজ মিজানুর রহমান,মামুনুর রশীদ, বশির উল্ল্যাহ,মিয়াজী বাজার সাংগঠনিক অফিসের শাখা প্রধান দেলোয়ার আজিম,ইনচার্জ শাহাদাৎ আজগর প্রমুখ।
অনুষ্ঠানে ২০০ কর্মকর্তা’র উপস্থিতিতে প্রায় ৮০ জন কর্মকর্তাদের রাইফেল ড্র’র মাধ্যমে পুরস্কৃত করা হয়। সর্বশেষে ডিসেম্বর ক্লোজিং পর টার্গেট নির্ধারণ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।