রিপোর্ট:মোঃ ইউসুফ
রাঙ্গুনিয়া উপজেলায় ইসলামপুর ১নং ওয়ার্ড বহড়াতল গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাবিবার বিকালে নাছের পুত্র (বধু) নিজ ধানের পাড়ে গরু চড়াতে যান
একাই গ্রামের বাছা মিয়া পাশে ধান খেতে গরুর বাচ্ছাটি ঢুকে পড়ে। এ সময় গরুর ধান খাওয়া নিয়ে
বাচা মিয়ার স্ত্রী নাছিমা বেগম, নাছের পুত্র বধুর সাতে
ক্ষিপ্ত হয়ে নাছের পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এক পর্যায়ে দুপরিবারের মধ্যে তর্কবির্তক হয়। তৎক্ষনিক নাছের উদ্দীন স্থানীয় ইউপি সদস্য আরাফাত হোসাইন ও চেয়ারম্যান বরাবর একটি অভিযোগ দাখিল করেন।