সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চাটগাঁইয়্যা নওজোয়ান’র নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠান সংগঠনের সভাপতি জামাল আহমেদ’র সভাপতিত্বে ও প্রবীর পালের সঞ্চালনায় গত ২৫ নভেম্বর শনিবার জামাল খান রয়েল অর্কিড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরাম’র চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন। বিকালে বেলুন উড়িয়ে উদ্বোধন পরবর্তী আনন্দ র্যালি, আলোচনা সভা, বার্ষিক প্রকাশনা স্রোত’র মোড়ক উন্মোচনসহ সমাজে বিশেষ অবদানের জন্য ৪ গুনীজনকে সন্মাননা প্রদান করা হয়। সংবর্ধিতরা হলেন ফজল হোসেন (বেতার ব্যক্তিত্ব), মউদুদুল আলম (ফটোগ্রাফার ও কবি), ইমতিয়াজ ইকরাম (গীতিকবি), সৈয়দ শহিদুল ইসলাম (সংগীত শিল্পী), নৃত্য পরিবেশন করেন নৃত্য রং। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চসিক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চসিক কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, সাবেক কাউন্সিলর ও নারী নেত্রী রেহেনা কবির রানু, শিল্পপতি রিয়াজ ওয়ায়েজ, লেখক কামাল উদ্দিন, মোহাম্মদ আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সোহেল, উদ্যাপন পরিষদের আহ্বায়ক রোটারিয়ান ইউসুফ খান ও সদস্য সচিব মাহমুদা জামাল নিশি। উদ্বোধক ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াসে চাটগাঁইয়্যা নওজোয়ান কাজ করে যাচ্ছে। এটি খুবই প্রশংসনীয়। পরে চট্টগ্রামের জনপ্রিয় কাওয়ালদের কাওয়ালি পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনে সমাপ্ত হয়।