প্রেস বিজ্ঞপ্তিঃ
কিডস ক্লাবের চকবাজার, নিউ মার্কেট ও বাকলিয়া শাখার ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কিডস ক্লাব অ্যাওয়ার্ড বিজয়ী ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ২ মার্চ ২০২৪ (শুক্রবার) বিকাল ৪টায় কিডস ক্লাবের চেয়ারম্যান মুহাম্মদ নেছারুল হক’র সভাপতিত্বে ও কিডস ক্লাবের প্রতিষ্ঠাতা আয়াত উল্লাহ খান’র সঞ্চালনায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কিডস ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া। প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিডস্ ক্লাবের সকল উপদেষ্টা, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে ৬০জন বিজয়ী প্রতিযোগীদের মাঝে বেল্ট ও ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও কারাতে শিক্ষার্থীদের মাঝে বেল্ট প্রদান, আবৃত্তি স্পোকেন ও সংগীত শিক্ষার্থীদের কোর্স সমাপনী সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক বিশ্বে চারুকলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। জীবন যাত্রার প্রতিটি ক্ষেত্রে শিল্পিত রুচির প্রতিফলন সভ্যতাকে উন্নততর করে থাকে। আধুনিক জীবনের সকল ব্যবহার্য বস্তুর রূপ শিল্পীর দ্বারাই নির্ধারিত হয়।