জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
বিপুল উৎসাহ, উদ্দীপনা ও জৌলুসপূর্ণ পরিবেশে চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী বরমা ইউনিয়নের প্রাচীন বিকিকিনি কেন্দ্র “ধামাইরহাট ব্যবসায়ী কমিটি”র দ্বিবার্ষিক নির্বাচন ৩০ জুন রোববার অনুষ্ঠিত হয় । এতে ৭টি পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে সভাপতি পদে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু জাফর (দোয়াত-কলম), সাধারণ সম্পাদক পদে মো. আবদুল হান্নান (মাছ), সাংগঠনিক সম্পাদক পদে মো. সাইমুন (বটগাছ), অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) পদে মোহাম্মদ আবদুল জলিল (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) এবং কার্যকরী সদস্যের ৩ পদে নেজাম উদ্দীন তালুকদার (কলসী), মোহাম্মদ ফারুক (বাস) ও মো. শাহেদ (রিক্সা) নির্বাচিত হয়েছেন।
প্রিজাইডিং অফিসার জানান, ৩০ জুন রোববার দুপুর ১ ঘটিকা থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত মোট চার ঘন্টা বিরতিহীন একটানা ভোট গ্রহণ হয়। এ বাজারের প্রায় দু’শত দোকানীর মধ্যে ১৭০জন ভোটার ছিল।
তথ্য বিবরণীতে জানা যায়- সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে দুইজন, সাংগঠনিক সম্পাদক পদে দুইজন, কোষাধ্যক্ষ পদে একজন এবং ৩টি কার্যকরী সদস্য পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ ও গণনা শেষে ফল ঘোষণা করেন বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম টিটু। এতে প্রিজাইডিং অফিসার ছিলেন সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও যৌতুক বিরোধী আন্দোলনের প্রবক্তা মাস্টার হুমায়ুন কবির। শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন পুলিশের উপ-পরিদর্শক ইখতিয়ার উদ্দিন নেতৃত্বে ৮ পুলিশ, ৫ গ্রামপুলিশ (চৌকিদার) ও ৩ জন বাজারের পাহারাদার। নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন মোহাম্মদ হারুন সওদাগর, মো. আব্দুর রহিম, জসীম উদ্দীন, মিন্টু দেব, তারেকুল ইসলাম ও মোহাম্মদ রিফাত।