1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহিমান্বিত রাত – মোঃ হোসাইন জাকের চন্দনাইশে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ধর্ষকের ফাঁসির দাবিতে আজও উত্তাল সোনাইমুড়ী বোয়ালখালীতে খেলাঘরের আলোর মিছিল প্রবাসী সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন- প্রসাসের ইফতার অনুষ্ঠানে আরিফুর রহমান চন্দনাইশে ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপি-এলডিপি সংঘর্ষে দিয়ে আহত-১০ চন্দনাইশ সাতবাড়িয়াতে অভিযানে ০.১০০০ একর জাগায় উদ্ধার চন্দনাইশ সাতবাড়িয়াতে হাফেজ নগর দরবারে ওরশ সম্পন্ন তকরীর করেন মুফতি গিয়াস উদ্দীন আত-তাহেরী; চন্দনাইশ সাতবাড়িয়াতে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত সাকিয়ার প্রেসিডেন্ট’স স্কাউটস অ্যাওয়ার্ড অর্জন

বরমা ধামাইরহাট ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন, জাফর সভাপতি ও হান্নান সেক্রেটারি নির্বাচিত

  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
বিপুল উৎসাহ, উদ্দীপনা ও জৌলুসপূর্ণ পরিবেশে চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী বরমা ইউনিয়নের প্রাচীন বিকিকিনি কেন্দ্র “ধামাইরহাট ব্যবসায়ী কমিটি”র দ্বিবার্ষিক নির্বাচন ৩০ জুন রোববার অনুষ্ঠিত হয় । এতে ৭টি পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে সভাপতি পদে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু জাফর (দোয়াত-কলম), সাধারণ সম্পাদক পদে মো. আবদুল হান্নান (মাছ), সাংগঠনিক সম্পাদক পদে মো. সাইমুন (বটগাছ), অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) পদে মোহাম্মদ আবদুল জলিল (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) এবং কার্যকরী সদস্যের ৩ পদে নেজাম উদ্দীন তালুকদার (কলসী), মোহাম্মদ ফারুক (বাস) ও মো. শাহেদ (রিক্সা) নির্বাচিত হয়েছেন।
প্রিজাইডিং অফিসার জানান, ৩০ জুন রোববার দুপুর ১ ঘটিকা থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত মোট চার ঘন্টা বিরতিহীন একটানা ভোট গ্রহণ হয়। এ বাজারের প্রায় দু’শত দোকানীর মধ্যে ১৭০জন ভোটার ছিল।
তথ্য বিবরণীতে জানা যায়- সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে দুইজন, সাংগঠনিক সম্পাদক পদে দুইজন, কোষাধ্যক্ষ পদে একজন এবং ৩টি কার্যকরী সদস্য পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ ও গণনা শেষে ফল ঘোষণা করেন বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম টিটু। এতে প্রিজাইডিং অফিসার ছিলেন সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও যৌতুক বিরোধী আন্দোলনের প্রবক্তা মাস্টার হুমায়ুন কবির। শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন পুলিশের উপ-পরিদর্শক ইখতিয়ার উদ্দিন নেতৃত্বে ৮ পুলিশ, ৫ গ্রামপুলিশ (চৌকিদার) ও ৩ জন বাজারের পাহারাদার। নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন মোহাম্মদ হারুন সওদাগর, মো. আব্দুর রহিম, জসীম উদ্দীন, মিন্টু দেব, তারেকুল ইসলাম ও মোহাম্মদ রিফাত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট