মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ
অদ্য ২৬/৮/২০২৩ ইং রোজ-শনিবার বিকাল ৫ ঘঠিকায় ঐতিহ্যবাহী জামাল খাঁন, চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু মোড়াল চত্বরে, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন এবং বিজয়’৭১ যৌথ উদ্দ্যাগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি মোঃজসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আনিছুর রহমান ফরহাদ’র সঞ্চালনায় চারা বিতরণ, প্রদীপ প্রজ্জলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়,
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা বাদশা মিয়া,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা বানু রঞ্জন চক্রবর্তী, আলোচনা সভায় সংগঠনের চেয়ারম্যান সদ্য প্রয়াত ২১শে পদক প্রাপ্ত ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন করে তার ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞ্যপন করে, প্রধান আলোচক সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব ডাঃ আর কে রুবেল বলেন সদ্য প্রয়াত চেয়ারম্যান এর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত, আমরা এই সংগঠনের তার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে তার আত্মার সন্তুষ্টির জন্য কাজ করে যাবো, এতে বক্তরা আরো বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ছিল বাঙালি জাতির জন্য এক গভীর শোক ও বেদনার দিন,এটি একটি বর্বর ও নৃশংস হত্যাকাণ্ড, যা বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক অধ্যায়, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামের মহানায়ক। তিনি ছিলেন বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা, বঙ্গবন্ধু স্বপ্ন হলো একটা সুখী, সমৃদ্ধ ও গনতান্ত্রিক বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন হলো একটা সোনার বাংলা, আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলব। আলোচনা শেষে সংগঠনের কর্মকর্তাদের মাঝে চারা বিতরণ করেন প্রধান অতিথি ও উদ্বোধক, প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠান শেষ হয়,
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা শ্যামল মিত্র,রাখাল চন্দ্র ঘোষ, মাদল চন্দ্র বড়ুয়া,
আরো উপস্থিত ছিলেন সংগঠনের কো-চেয়ারম্যান মহিলা নেত্রী শাহিদা আক্তার জাহান,বিজয় ‘৭১ এর উপদেষ্টা সাংবাদিক কাঞ্চন মহাজন,সহ-সভাপতি এস বি জীবন, ডাঃ এস কে পাল সুজন, মহিলা সম্পাদিকা শিক্ষিকা রোপি দাশ,সাং-সম্পাদক রিংকু ভট্টাচার্য, অর্থ-সম্পাদক উত্তম কুমার দে,মিষ্টি রুপা,রতন ঘোষ, বুলবুল বড়ুয়া প্রমুখ।