জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ স্মরণে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে গত ৭ই মার্চ গত ১৩ ই মার্চ সপ্তাহব্যাপী অনলাইনে সাহিত্য – সাংস্কৃতিক আয়োজন সম্পন্ন হয়েছে। এতে বঙ্গবন্ধুকে নিবেদিত সঙ্গীত পরিবেশন করেন শিক্ষিকা ও সঙ্গীতশিল্পী সঙ্গীতা চৌধুরী,কবিতা আবৃত্তি ও আলোচনা করেন শিক্ষক এবং বাচিকশিল্পী বিজয় শংকর চৌধুরী,স্বরচিত কবিতা পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি আসিফ ইকবাল। এক বিবৃতিতে শিল্পীবৃন্দরা বঙ্গবন্ধু আমাদের শুধু জাতির জনক বা স্বাধীনতার মহান স্হপতি না বঙ্গবন্ধু বাঙালীর রাজনীতির শ্রেষ্ঠ কবি।বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণে একটি যুদ্ধ যাওয়ার সামগ্রিক নির্দেশনার কথা নিহিত রয়েছে। বঙ্গবন্ধু বাঙালীর আদর্শিক চেতনা বাতিঘর হয়ে যুগ যুগ আলোর পথ দেখাবে।