ইরফাত হোসেন চৌধুরী
রাউজান প্রতিনিধি
তরুণ রাজনীতিবিদ ও মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরীর ৩১ তম জন্মদিনে রাউজানের বিভিন্ন বিদ্যালয়ের ৩১ জন শিক্ষার্থীকে বাইসাইকেল দিয়েছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান। ২৬ আগস্ট শনিবার রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সিনিয়র সহ-সভাপতি মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরু, ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, ক্রীড়া সংগঠক সুমন দে, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ বাঙ্গালী, সৈয়্যদ হোসেন কোম্পানি, ব্যবসায়ী মোহাম্মদ আলম, শওকত হোসেন, তপন দে, মঈনুদ্দিন মোস্তফা, মিজানুল হক, ইমতিয়াজ জামাল নকিব, শাহরিয়ার হাসান সাকিব, জাকির হোসাইন, নোমান বিন আজিজি, আরফান গণি ফাহিম, মোহাম্মদ ফয়সাল, আরফানুল ইসলাম আবির, মোঃ মিজানুর রহমান, মোহাম্মদ রবিন, তামিম সিকদার, মোহাম্মদ নাহিদ, সাজ্জাদ হোসাইন, মিজানুর রহমান মুবিন, শাহরিয়ার ইভান প্রমুখ।