রাজীব নাথ
চট্রগ্রাম মহানগর
সুইজারল্যান্ডের আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীর আয়োজনে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার ১১ নং সুয়াবিল ইউনিয়নের বৈদ্যের হাটস্থ মিজান ভবনের হল রুমে ইউনিয়ন পর্যায়ে স্থানীয় অংশীজনদের সাথে সিমস্ প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ ও ভবিষ্যৎ কর্ম-কৌশল শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১১ নং সুয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন মহোদয়ের সভাপতিত্বে অনুষ্টিত সভায় সেশন পরিচালনা ও সঞ্চালনা করেন প্রত্যাশী সিমস
প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুমন কান্তি নাথ।সভায় বক্তব্য রাখেন, ১১ নং সুয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ জসিম উদ্দিন, ইউপি সদস্য হামিদুর রহমান,শিলা দে,বেলাল উদ্দিন,সাধন চৌধুরী, জিএমসি সদস্য মোঃ মুনছুর আলী, ফোরাম সভাপতি মিন্টু কুমার চৌধুরী, পিয়ার ইনফরমেন্ট আবুল হাসেম, সাব এজেন্ট শিপ্লব কুমার সেন, লোকাল লিডার সুমন সিকদার, ফোরাম সদস্য বিদেশ ফেরত মহিলা মনোয়ারা বেগম, স্যোসাল মোবালাইজার সৈয়দা জান্নাতুল মাওয়া ও সুব্রত দে।বক্তারা বলেন বৈধভাবে বিদেশ গমন, বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণ এবং এ সংক্রান্ত বিদ্যমান সরকারি সুবিধাগুলো জানাতে এলাকায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করছে সিমস্ প্রকল্প। এখন আমাদের কাজ হচ্ছে বিদেশ যাওয়ার পূর্বে দক্ষতা অর্জনে সরকারি টিটিসিগুলোতে বিদ্যমান প্রশিক্ষণ গ্রহনে উদ্বুদ্ধ করা,প্রতারণার স্বীকার ব্যক্তিদের আইনি সহায়তার মাধ্যমে সামাজিক সুরক্ষা দেয়া। দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হলে আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানানো। নিরাপদ অভিবাসন নিয়ে সিমস্ প্রকল্পের কার্যক্রম পরিচালনার মাধ্যমে অত্র ইউনিয়ন এর সাফল্যের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে প্রবাসীদের উন্নয়নে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন।এ সময় স্থানীয় সরকার প্রতিনিধিগণ, জিএমসি সদস্য, মাইগ্রেশন ফোরাম সদস্যগণ, লোকাল লিডার, সাব-এজেন্ট ও সুধীজনরা উপস্থিত ছিলেন।