ভারতের মহারাষ্ট্র নাগপুরের একুশ বছর বয়সী যুবক রোহন আগরওয়াল। নিজ দেশের ২৭ রাজ্য প্রায় ১৬০০০ কিমি এবং বাংলাদেশে ৬৪ টি জেলা পায়ে হেঁটে ভ্রমন করেছে। প্রায় ১২০০ দিন (৩ বছর ২৮ দিন) হেঁটেছে। ‘এই যাত্রার মূল উদ্দেশ্য হল প্লাস্টিক এবং এর বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দেওয়া’। বাংলাদেশ সফর শেষ করে মিয়ানমার হয়ে দক্ষিণ এশিয়ার আরো ২০ টি দেশ পায়ে হেঁটে সফর করবে যা সময় লাগবে ৫ বছর। রোহন আগরওয়াল চট্টগ্রামে পৌঁছালে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে ১২ জুলাই বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম অফিসার্স ক্লাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন (সিআইপি), সাধারণ সম্পাদক জাফর ইকবাল ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।