বর্তমানে আমাদের যুব সমাজের দিকে যদি আমরা লক্ষ করি তাহলে দেখতেই পাব অধিকাংশ ছেলেমেয়েরাই হারাম সম্পর্কে জড়িত,তারা প্রত্যেকেই ভূলে গেছে যে এই সম্পর্কে অত্যন্ত পবিত্র তবে আল্লাহর দেওয়া বিধান অনুসারে,আমরা কিংবা আমাদের যুবসমাজ কেনই বা হারাম রিলেশনশিপ এ জড়িত,স্কুল লেভেল থেকে শুরু করে ভার্সিটি লেভেল পর্যন্ত ছেলেমেয়েরাই কম আর বেশি এ হারাম রিলেশনশিপ এ জড়িত,
কেন বা জড়িত….?
প্রথমত আমাদের যুবসমাজের প্রচুর নৈতিক জ্ঞানের অভাব,তারা কখনোই এ সম্পর্কের শেষ পরিণিতির দিকে খেয়াল করে না,,,আল্লাহ সুবহানাল্লাহ যে জিনিস নিষেধ করেছেন সে জিনিসে কখনো শান্তি কিংবা বিন্দু পরিমাণ স্বত্বি নেই, কারণ আল্লাহই আমাদের সবচেয়ে বড় অভিভাবক, আল্লাহ কখনো তার বান্দার খারাপ চান না,তাই তিনি পবিত্র কুরআনেই নিষেধ করছেব বিয়ের আগে কখনো প্রেম ভালবাসা না করতে,ভালবাসা শব্দটা পবিত্র কিন্তু আমরা সঠিক জায়গাই ব্যবহার করি না বলে এটার মাহাত্ম্য কিংবা গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারি না,,হারাম রিলেশনশিপ যুবসমাজকে হতাশার দিকে ঢেলে,
“প্রেমের শুরুটা হয় সহজ, মজাদার। মধ্যবর্তী সময়টা দুশ্চিন্তার,অন্তরের ব্যস্ততা এবং পীড়ার।
আর শেষ পরিণতি হয় পতন এবং নিজেকে ধ্বংস করার মধ্য দিয়ে, যদি না আল্লাহ বান্দাকে বাঁচান।”
-ইমাম ইবনুল কায়্যুম রাহিমাহুল্লাহ”
[বই-আত্মার ওষুধ,পৃষ্ঠা -২০৯]
অবশেষে দেখা যায় হাজারো ছেলে মেয়ে এই হারাম রিলেশনশিপ জড়িয়ে নিজের জীবন নিজেই ধংস্ব করে,আত্মহননের মতো মহাপাপে তারা লিপ্ত হয়,,কেনই বা এসব হয় আমাদের সমাজে এটাই বড় আফসোস,,
হে যুব সমাজ আজই ফিরে এসো তুমি
মুক্তির খুজেঁ
নিজেকে তুমি রাঙ্গিয়ে নাও আলোকিত
ইসলামের আলো.
তোমার রবের কাছে তুমি আত্মসমর্পণ করো সব…
যদি আপনি আপনার আগামীর প্রজন্মকে রক্ষা করতে চান তাহলে আমাদের যুবসমাজের দ্বীনি শিক্ষার সংকটপূর্ণ অবস্থায় আপনি আপনার ছেলেকে নূন্যতম দ্বিনী শিক্ষা দিন…..//////
✍️ সমাজকর্মী লেখক ও প্রাবন্ধিক