ওমর ফারুক, বোয়ালখালী উপজেলা প্রতিনিধি
চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিশু কিশোর সংগঠন পূর্বাশার আলো প্রীতি ফুটবল ম্যাচে ৩-২ গোলে ক্রিও এক্স কে পরাজয় করে। নগরীর সিচো এরিনা ট্রাফ মাঠে আইমান স্পোর্টসের আয়োজনে গত ৩০ জুলাই বিকালে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
পূর্বাশার আলো’র প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুর রহমান আতিক’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সিকদারের পরিচালনায় ম্যাচটি উদ্বোধন করেন মাওয়া গ্রুপের চেয়ারম্যান পূর্বাশার আলো’র সন্মানিত উপদেষ্টা হাজী আলম ববি।
এতে উপস্থিত ছিলেন, কাজী মোঃ ওয়াসিম ,আবু জোবায়ের, আকতার হোসেন,মোঃ সোহেল , সাব্বির, মহিউদ্দিন হেলালী, মোঃ আবদুল্লাহ বিন রিদুওয়ান, সোহেল রানা,শাহরিয়ার জয়, তানভীর, রিয়াদ,শাকিল,তৌহিদ ,মো আলী আরিফ।
ম্যাচ পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি মোঃ মিজান।
খেলায় পূর্বাশার পক্ষ হেট্টিক করেন মো সাইমুন।
উদ্বোধক হাজী মোঃ আলম ববি বলেন , তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও অসমাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে নিয়মিত খেলাধুলার পরিবেশ সৃষ্টি করতে হবে। কৃত্রিম ঘাস দিয়ে মাঠ তৈরি করে দেশে খেলার মাঠ শূন্যতা থেকে রক্ষার ভূমিকা পালন করছে নগরীর ট্রাফ মাঠ গুলো।
আশাকরি খুব শ্রীঘ্রই নগর থেকে গ্রামে ও ট্রাফ মাঠ বিস্তার লাভ করবে।