আমার প্রিয়, সবার প্রিয়
প্রিয় জেলা রাঙ্গামাটি।
এই জেলাতেই থাকি মোরা,
এই জেলাতেই বাড়ী।
আটারো শত ষাট সালে
গঠিত এই জেলা
এই জেলাতে সব মিলিয়ে
দশটি উপজেলা
রাঙ্গামাটি সদর, বিলাইছড়ি, বাঘাইছড়ি,
জুরাছড়ি,নানিয়ারচর,বরকল ও রাজস্থলী,
লংগদু এবং কাপ্তাই অন্যটির নাম
আরো সুন্দর কাউখালী
কাঁঠাল-কলা ফলের মেলা
প্রিয় জেলা সকল জেলার সেরা।
পাহাড়, নদী,বন-বনানী
চারদিকে সবুজে ঘেরা
সব মিলিয়ে সবার প্রিয়,
রাঙ্গামাটি জেলা সেরা
যার রূপে মুগ্ধ হয়ে
দেখতে আসে আকাশ হতে পরি।