1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক হানিফের পিতার মৃত্যুতে সোনাইমুড়ী প্রেসক্লাবের শোকসভা অনুষ্ঠিত বোয়ালখালীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ  আহত চট্টগ্রামের পটিয়াস্থ তারতীলুল কুরআন আজিজিয়া মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক আনন্দ ভ্রমণ কধুরখীল বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক মতবিনিময় মন্দির ফটকের তালা ভেঙে বোয়ালখালীতে অটোরিকশা চুরি লায়ন্স ক্লাব অব চিটাগাং শতাব্দীর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও জন্মবার্ষিকী উদযাপন বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন দোকানিকে জরিমানা জৈষ্ঠ্যপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় পটিয়ার কচুয়াই  একতা সংঘে  ফুটবল প্রদান করলেন যুবদল  নেতা শেখ জাহাঙ্গীর আলম বিশ্বাসঘাতকতা ও প্রতারণার ফাঁদে কোটি টাকার ক্ষতি: প্রবাসীর আহাজারি

“প্রবাসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাইফুল ইসলাম তালুকদারকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করলো প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ”

  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
প্রবাসে সাংবাদিকতা পেশায় নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করার স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার। তিনি দৈনিক পূর্বদেশ ও ডিবিসি নিউজ-এর সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি এবং প্রবাসী সাংবাদিক সমিতির (আরব আমিরাত) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ-এর উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গতকাল শুক্রবার (২০ জুন)বিকাল ৫টায় রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় অবস্থিত প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী ডাবলু। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী রাশেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান হিরো। সংবর্ধিত অতিথি হিসেবে প্রধান আকর্ষণ ছিলেন – সাইফুল ইসলাম তালুকদার –তিনি আরব আমিরাতে প্রবাসী সাংবাদিকদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখার পাশাপাশি সংবাদ মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছেন। তার এই অবদানের জন্যই তাকে এ সম্মাননা প্রদান করা হয়, যা উপস্থিত সবার প্রশংসা অর্জন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: কর্ণফুলী ক্রীড়া পরিষদের নেতৃবৃন্দ –তানসেন বড়ুয়া – সিনিয়র সহ-সভাপতি,শহিদুল আলম চৌধুরী লিটন – সহ-সভাপতি,মোহাম্মদ আজিম – সহ,সভাপতি, শাহজাহান সিরাজ এনাম – সহ সভাপতি,আবু বক্কর – সহ-সভাপতি,মুহাম্মদ তৈয়ব – সহ-সভাপতি,আবদুল মান্নান – সহ-সভাপতি,মানিক কান্তি দাশ – সহ-সভাপতি,রণি তালুকদার – সহ-সভাপতি,আরিফুল ইসলাম বাবু – সহ-সভাপতি,মোহাম্মদ খোরশেদ আলম – স
সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম – সহ-সাধারণ সম্পাদক,মেহেদী হাসান – সহ-সাধারণ সম্পাদক,মুহাম্মদ হাশেম – সহ-সমাজকল্যাণ সম্পাদক,মোহাম্মদ জাবেদ – সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক,আবদুল হালিম – উপদেষ্টা
প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ –কাইরুল ইসলাম – সহ-সভাপতি,শেখ মোহাম্মদ কামাল – সহ-সভাপতি, মোহাম্মদ সেলিম – সহ-সভাপতি,কুতুব উদ্দিন সগির – সহ-সভাপতি,শামসুল আলম – সহ-সভাপতি এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক দেলোয়ার হোসাইন সহ কর্ণফুলী ক্রীড়া পরিষদ ও প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ,সাইফুল ইসলাম তালুকদারের এই সম্মাননা শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং এটি প্রবাসে কর্মরত সব সাংবাদিকের জন্যই অনুপ্রেরণা ও সম্মানের প্রতীক।
এই ধরনের উদ্যোগ ভবিষ্যত প্রজন্মকে ইতিবাচক ও দায়িত্বশীল সাংবাদিকতায় উৎসাহ জোগাবে বলে মত দেন আয়োজকেরা। সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের স্বপ্ন, সংগ্রাম, সংস্কৃতি ও নিজেদের শিকড়ের সঙ্গে সংযোগ বজায় রাখার একটি মিলনমেলা তৈরি হয়। সাইফুল ইসলাম তালুকদারকে দেয়া এই সম্মাননা ছিল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ এবং প্রবাসী সাংবাদিকদের সম্মান ও মর্যাদার এক শক্তিশালী প্রকাশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট