১) জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করার সুবিধা ।
২) বিমানবন্দরে প্রবাসীদেরকে হয়রানি বন্ধ করা।
৩) যে প্রবাসীরা প্রবাসে ভিসার জটিলতায় ভুগছেন তা সমাধান করা
৪) বাংলাদেশে প্রবাসী পরিবারে কে আইনি সহযোগিতা কর।
৫) প্রবাসীদের সরকারি ভাবে রেমিটেন্স যোদ্ধা ঘোষণা করা।
৬) প্রবাসীদের সন্তানদের সরকারি চাকরির ব্যবস্থা করা
৭) প্রবাসীরা বাড়ি পাকা করতে চাইলে বিনা পয়সায় পৌরসভা – উপজেলা
কর্তৃক অনুমোদন দেওয়া।
৮) প্রবাসীদের পরিবারের চিকিৎসা সেবা নিশ্চিত করা।
৯) প্রবাসীদের সন্তানদের স্কুল-কলেজে বিনা পয়সায় লেখাপড়া করার সুযোগ দেওয়া,
১০)২৫/৩০ বছর পর
প্রবাস থেকে যারা এককালীন দেশে ফিরবে তাদেরকে প্রবাসী ভাতা আওতায় আনা।
১১)প্রবাসীদের জন্য স্বল্প সুদে লোনের ব্যবস্থা করা।
””””””””””””””
আগামী জাতীয় নির্বাচনের ইশতেহার হোক এটাই।
ভালো থাকুক সকল প্রবাসী ভাইয়েরা।
হাজী জসিম উদ্দিন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা।