বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে হাজি আজগর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে শিক্ষার্থীরা।
রোববার (২৫ আগস্ট) সকালে বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় স্কুল প্রাঙ্গণে এক দফা, এক দাবী আলী স্যারের পদত্যাগ বলে শ্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
দ্রুত প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানায় শিক্ষার্থীরা।