প্রতিনিধি, খাগড়াছড়ি :
তৃনমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায়
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ জুলাই) বিকাল ৩টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থার আওতাধীন তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
মাটিরাঙ্গা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নুসরাত জাহান সুচী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এড. আশুতোষ চাকমা, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া। স্বাগত বক্তব্য রাখেন
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের কর্মকর্তা আশা ত্রিপুরা।
ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে জন্য যা কিছু করার প্রয়োজন, সবই করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নারীদেরকেও শিক্ষা, দীক্ষাসহ সকল কাজে স্মার্ট হতে হবে। পাহাড়ের নারীদের সংগ্রামী উল্লেখ করে তিনি বলেন, নারীদের অর্থনৈতিক মুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র।