মোঃ ইদু খান স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে নেত্রকোণার জেলার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগ।
বুধবার (২৪ মে) সকাল সারে এগারো টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা চত্বর ঘোরে আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অজিত বরণ সরকার ও সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান চৌধূরী সাদেক। বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১৯ মে বিকালে রাজশাহীর পুঠিয়া শিবপুর হাট উচ্চ বিদ্যালয় মাঠে রাজশাহী জেলা ও মহানগর বি,এন,পি’র আয়োজনে এক সমাবেশে রাজশাহী জেলা বি,এন,পির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ তার বক্তব্যে শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেন।