1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব মানবাধিকার “সমতা, স্বাধীনতা ন্যায় বিচার” -লায়ন মোঃ আবু ছালেহ্ ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসঃ শাহিদা আকতার জাহান। আল্লামা মুফতি আমিনুর রহমান (রহ:)’র ১ম ওফাত বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত। খাতুনগঞ্জে পেঁয়াজের বাজারে অভিযান, ০৫ প্রতিষ্ঠানকে জরিমানা চট্টগ্রাম- ১২ পটিয়া আসনের এমপি প্রার্থী শিল্পপতি এম ইয়াকুব আলী- পরিবর্তন ও সুশাসন নিশ্চিত আধুনিক পটিয়া গড়ার অঙ্গিকার সন্দ্বীপে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা খাগাড়ছড়ির তিন ইউএনও বদলি খাগাড়ছড়ির ছয় ওসি বদলি মাটিরাঙায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীর পাশে দাঁড়ালেন ইউএনও

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি :

রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।

সোমবার (২২ মে) বিকালের দিকে ব্যাংক পাড়ার দলীয় কার্যালয়ের সামনে থেকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান’র নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে পৌর ভবন হয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নেয়া দলীয় নেতাকর্মীরা ‘শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে। এছাড়াও তারা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে নানা স্লোগান দেন।

পরে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা ও যুগ্ম সম্পাদক মো. তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে অনেকের সহ্য হচ্ছে না। যারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চান, তারাই বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালান। শেখ হাসিনার কিছু হলে দেশের ১৭ কোটি মানুষ বসে থাকবে না বলেও হুঁশিয়ারী দেন বক্তারা। তারা প্রধানমন্ত্রীকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন ভুইয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো: হারুনুর রশিদ ফরাজী, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটন, নবনির্বাচিত সাধারন সম্পাদক মো. নুরুল ইসলাম,
মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তছলিম উদ্দিন রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক ও সাধারন সম্পাদক শাহিন আলম ছাড়াও উপজেলা ও পৌর আওয়ামী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ রোববার পুঠিয়ায় বিএনপির সমাবেশে বক্তৃতায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট