অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
প্রত্যাশীর উদ্যোগে পটিয়ায় ইউনিয়ন পর্যায়ে স্থানীয় অংশীজনদের সাথে সিমস্ প্রকল্পের নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
নিরাপদ অভিবাসনের লক্ষ্যে সুইজারল্যান্ড সরকারের আর্থিক অনুদানে স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী কর্তৃক বাস্তবায়নাধীন “সিমস প্রকল্প”-এর উদ্যোগে আজ পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন স্থানীয় সরকার প্রতিনিধিগণ,জিএমসি সদস্য, মাইগ্রেশন ফোরাম সদস্যগণ, লোকাল লিডার ও সম্মানিত ব্যক্তিদের নিয়ে “ইউনিয়ন পর্যায়ে স্থানীয় অংশীজনদের সাথে নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন সোমবার( ৯ই ডিসেম্বর) সকাল ১০টা নাগাদ হাইদগাও উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধন করেন পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব আব্দুল মজিদ এবং সভাপতিত্ব করেন হাইদগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব উজ্জ্বল দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রত্যাশী সিমস্ প্রকল্পের প্রজেক্ট অফিসার মীর নাজমুল হাসান ও সুমাইয়া নূর আলম।সভায় বক্তারা বলেন বৈধভাবে বিদেশ গমন, বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণ এবং এ সংক্রান্ত বিদ্যমান সরকারি সুবিধাগুলো জানাতে এলাকায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এছাড়া বিদেশ যাওয়ার পূর্বে দক্ষতা অর্জনে সরকারি টিটিসিগুলোতে বিদ্যমান প্রশিক্ষণ গ্রহনে উদ্বুদ্ধ করতে হবে। প্রতারণার শিকার ব্যক্তিদের আইনি সহায়তার মাধ্যমে সামাজিক সুরক্ষা দিতে হবে।দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে রেমিট্যান্স যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে।
এ সময় হাইদগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য/সদস্যা,ইউনিয়ন উদ্যোক্তাগণ,মাইগ্রেশন ফোরাম সদস্য,লোকাল লিডার, শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত সিমস্ প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি সহায়তা করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ।