1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেরদৌস বেগম চৌধুরী’র ইন্তেকাল দেশ সেবায় প্রয়াস নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে; প্রয়াসের ১৬তম বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আজাদী সম্পাদক চন্দনাইশে ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র ডা.শাহাদাত হোসেন পটিয়ায় জিরি আল কুরআন একাডেমির ৫ম শ্রেনীর বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্টিত সাতকানিয়ায় স্থানীয়  চিহ্নিত সন্ত্রাসীদের কর্তৃক আমিরাত প্রবাসীর বৃদ্ধ বাবাকে হত্যা চেষ্টা ৪ ফার্মেসিকে বোয়ালখালীতে ৮৩ হাজার টাকা জরিমানা বিকাশের দোকানের লাখ টাকা চুরির ঘটনায় বোয়ালখালীতে একজন গ্রেপ্তার আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী’র ইন্তেকাল বোয়ালখালী ডিজিটাল একাডেমিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বোয়ালখালীতে পরিমাণের চেয়ে ওজনে কম লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতারণার অভিযোগে কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বুলবুল পুলিশের হাতে গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪২ বার পড়া হয়েছে

প্রতারণার অভিযোগে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা যুবলীগ নেতা বুলবুল হোসেনসহ তিনজনের বিরুদ্ধে পটিয়া থানায় একটি মামলা করা হয়েছে। এর মধ্যে দাদন ব্যবসায়ী বশিরুল আলম (৬০) ও মর্তুজা বেগম (৪৫) নামের দুই সহযোগীকে বৃহস্পতিবার গ্রেফতার করে পুলিশ জেল হাজতে পাঠিয়েছে। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেন। এদিকে যুবলীগ নেতা বুলবুলকে আজ শনিবার রাতে গ্রেফতার করেছে বলে থানা সূত্রে জানা গেছে।

যুবলীগ নেতা বুলবুল উপজেলার কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। জানা গেছে, দুই বছর আগে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের পূর্ব কোলাগাঁও গ্রামের দরিদ্র নাসরিন আক্তারের বোন নুর বেগমের বিয়ে ঠিক হয়। এসময় দরিদ্র পরিবারের পক্ষে বিয়ের খরচ যোগানো সম্ভব হচ্ছিলো না। উপায় না পেয়ে ওই সময়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় ভাগিনা রমিজ উদ্দিনের এনআরবি গ্লোবাল ব্যাংকের একটি খালি চেক জমা রেখে দাদন ব্যবসায়ী বশিরুল আলমের কাছ থেকে প্রতি মাসে ১ হাজার ৪ শত টাকা করে দেওয়ার শর্তে ৫০ হাজার টাকা নেন নাসরিন আকতার। পরবর্তীতে নাসরিন আকতার সুদে আসলে দাদন ব্যবসায়ী বশির ও তার স্ত্রী মর্তুজাকে ১ লাখ ১০ হাজার টাকা প্রদান করেন।

মামলার এজাহারের সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট রাত ১১টায় উপজেলার মনসা সুগন্ধা পার্ক কমিউনিটি সেন্টারের সামনে বশিরের নিকট নাসরিন আক্তারের ভাগিনা রমিজ টাকার বিপরীতে জমা দেওয়া ব্যাংকের চেক ফেরত চাইলে দাদন ব্যবসায়ী বশির ওইদিন রাত সাড়ে ১১ টার দিকে তার ৩/৪ জন সহযোগী নিয়ে এসে সুগন্ধা পার্কের সামনে রমিজকে মারধর করে।

এ সময় যুবলীগ নেতা ও উক্ত মামলার আসামি বুলবুল হোসেন রমিজের পকেটে থাকা ৫ হাজার টাকা নিয়ে নেয়। বুলবুল রমিজের নিকট পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে রমিজকে উক্ত চেক দিয়ে আরো বেশি টাকা আদায় করার হুমকি দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোস্তফা আল মামুন বলেন, আসামিরা যদি ঘটনার সাথে জড়িত না থাকে তারা আদালত থেকে নির্দোষ প্রমানিত হবে। ঘটনা সত্য কিনা মিথ্যা সেটা আদালতে প্রমান হবে এর বাইরে আমার কিছু বলার নেই।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, প্রতারণার অভিযোগে থানায় একটি মামলা করা হয়েছে। এর মধ্যে দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামী যুবলীগ নেতা বুলবুলকে আজ শনিবার রাতে গ্রেফতার করেছি। আগামী কাল তাকে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট