পোয়েটস ফাউন্ডেশন ত্রিপুরা শাথার উদ্যোগে ২৫ তম বিশ্ব কবিতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা,গুণীজন সংবর্ধনা,কবিতা পাঠ,আবৃত্তি,কবিতার গান,নাচ ও ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২১ শে মার্চ বিকেলে আগরতলা প্রেসক্লাবের ত্রিতল ভবনের কল্যাণ গুপ্ত মঞ্চে অনুষ্ঠিত হয়।পোয়েটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ড.রবীন্দ্র কুমার চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আই. এ.এস সচিব ড.প্রদীপ কুমার চক্রবর্তী।এতে সংবর্ধিত গুণীজন ছিলেন নাট্যজন ও সাংস্কৃতিক সংগঠক সজল কান্তি চৌধুরী।এতে স্বাগত বক্তব্য রাখেন পোয়েটস ফাউন্ডেশন ত্রিপুরা সেন্টারের সভাপতি রবীন্দ্র কুমার দত্ত।এতে বিশেষ অতিথি ছিলেন আগরতলার বিশিষ্ট কবি ও সংগঠক শিক্ষাবিদ নিয়তি রায় বর্মন,বিশিষ্ট সাহিত্যিক জ্যোতির্ময় রায়,পোয়েটস ফাউন্ডেশন ত্রিপুরা সেন্টারের আহবায়ক শেখর সি দত্ত।এতে স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশনেন আগরতলার প্রায় হাজার ৩০ জন কবি সাহিত্যিক। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কবিতা হোক মানবিকতা,দেশপ্রেম, সাম্য ও ভালোবাসার। কবিতার ছন্দে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ হোক।মানুষে মানুষে বিশ্বাস আরো জোরালো হোক। পৃথিবীর সব যুদ্ধ বন্ধ হোক, শিশু বৃদ্ধ তথা মানুষ হত্যা বন্ধ হোক।কবিতার জাগরণ হোক বিশ্ব শান্তি ও মানবতা প্রতিষ্ঠার তরে।সভায় বক্তারা বলেন এপার ওপার তথা উভয় বাংলার কবি সাহিত্যিকদের মেলবন্ধন আরো জোরালো করার আহবান জানান।সাথে সাথে হাজার বছরের বাঙালী সংস্কৃতি ও সাহিত্যকে বিশ্ব পরিমন্ডলে আরো বেশি ছড়িযে দেয়ার আহবান জানান।বক্তারা নতুন লেখক ও কবিদের সবসময় উৎসাহ প্রদানের জন্য প্রবীণ কবি – সাহিত্যিকদের অনুরোধ জানান।সভা শেষে নাট্যজন লেখক সজল চৌধুরীসহ কয়েকজন সম্মানিত ব্যক্তিত্বকে পোয়েটস ফাউন্ডেশন গুণীজন সংবর্ধনা স্মারক,সনদ,মেডেল এবং উত্তরীয় প্রদান করেন অতিথিবৃন্দ।।