নিজস্ব প্রতিবেদক:
পেকুয়া সাংবাদিক সমিতির সম্মানসূচক আজীবন সদস্যের সম্মানে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৫ মে) বিকাল ২টার দিকে পেকুয়ার এক আভিজাত রেস্টুরেন্ট এর কনভেনশন হলে পেকুয়া সাংবাদিক সমিতির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাশেদের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজনীতিবিদ ও সমাজ সেবক মুহাম্মদ ফোরকান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক কালবেলা ও সুপ্রভাত বাংলাদেশ পেকুয়া প্রতিনিধি এস এম জুবাইদ।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন পেকুয়া সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক আব্দুল মামুন ফারুকী। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, পেকুয়া সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এইচ. এম শহিদ,সহ অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম, দপ্তর সম্পাদক আনছার উদ্দীন ও আরমানসহ অনেকেই।
এতে সমাপনী বক্তব্যে সাংবাদিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন সংগঠনের সার্বিক মঙ্গল কামনা করে মুহাম্মদ ফোরকানকে পেকুয়া সাংবাদিক সমিতি-পেসাসের আজীবন সম্মানসূচক সদস্য হিসাবে ঘোষাণা করেন ও আনছার উদ্দীনকে দপ্তর সম্পাদক পদে দায়িত্ব দেন। এসময় সাংবাদিক সমিতির পক্ষ থেকে মুহাম্মদ ফোরকানকে আজীবন সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।