1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহিমান্বিত রাত – মোঃ হোসাইন জাকের চন্দনাইশে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ধর্ষকের ফাঁসির দাবিতে আজও উত্তাল সোনাইমুড়ী বোয়ালখালীতে খেলাঘরের আলোর মিছিল প্রবাসী সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন- প্রসাসের ইফতার অনুষ্ঠানে আরিফুর রহমান চন্দনাইশে ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপি-এলডিপি সংঘর্ষে দিয়ে আহত-১০ চন্দনাইশ সাতবাড়িয়াতে অভিযানে ০.১০০০ একর জাগায় উদ্ধার চন্দনাইশ সাতবাড়িয়াতে হাফেজ নগর দরবারে ওরশ সম্পন্ন তকরীর করেন মুফতি গিয়াস উদ্দীন আত-তাহেরী; চন্দনাইশ সাতবাড়িয়াতে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত সাকিয়ার প্রেসিডেন্ট’স স্কাউটস অ্যাওয়ার্ড অর্জন

পেকুয়ায় ইমামের রাজকীয় বিদায়, আবেগাপ্লুত বিদায়ী ইমাম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৫৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ইমাম অর্থ নেতা, ইমামকে ইকতাদা করে সবাই নামাজ আদায় করেন। এলাকার সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হলো একজন ইমাম। কিন্তু আমাদের সমাজে দেখা যায় সবচেয়ে অবহেলিত হয়ে থাকে আমাদের মসজিদের ইমাম সাহেবরা। একজন ইমামকে কীভাবে সম্মান ও শ্রদ্ধা করতে হয় সেটি দেখিয়ে দিয়ে ইতিহাস সৃষ্টি করলো পেকুয়ার পূর্ব মেহেরনামাবাসী। কক্সবাজারের পেকুয়া থানার পূর্ব মেহেরনামা কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘ ৩৭ বছরের ধরে খতিব ও ইমাম হিসেবে ছিলেন মাওলানা ক্বারী মুহাম্মদ আইয়ুব। তিনি গত শুক্রবার জুমার নামাজ পড়িয়ে ইমামতি থেকে অবসরে যান। এলাকার জননন্দিত এ ইমামের বিদায়লগ্নে রাজকীয় সংবর্ধনা ও জমকালো বিদায়ের আয়োজন করেন এলাকাবাসী। এলাকাবাসীর এমন আয়োজন প্রশংসায় ভাসছে সবদিক থেকে। অনেকে মনে করেন, পূর্ব মেহেরনামাবাসীর এমন আয়োজন ইতিহাস ও অন্য এলাকাবাসীর জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এলাকাবাসীর এ আয়োজনে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী ইমাম।তিনি এলাকাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বেলা ৩ টায় মসজিদ প্রাঙ্গনে এক জমকালো অনুষ্ঠানে হুজুরের হাতে দেড় লাখ টাকার চেক ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। জাঁকজমকপূর্ণ বিদায় পর্বে এলাকার লোকজন কান্নায় ভেঙে পড়েন। এলাকার লোকজন প্রায় ৫০টি মোটর সাইকেল, ২০টি সিএনজি অটোরিকশা, নোহা মাইক্রো গাড়ি ও টমটম সব মিলে ৮০টি গাড়িতে করে শুভ যত্রা মধ্য দিয়ে হুজুরকে তাঁর বাড়িতে পৌঁছে দেন।হুজুরকে বহনকারী গাড়িটি ফুল দিয়ে রঙিন সাজে সাজিয়ে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট