পূর্ব কোলাগাঁও শ্রী শ্রী রাধামাধব বিগ্রহ মন্দিরের উন্নয়ন কাজ পরিদর্শনে আসেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ধর্মীয়বক্তা ও সমাজসেবক বাবু ভবেশ শর্মা (টিটু) এতে উপস্থিত থাকেন উক্ত মন্দির উন্নয়ন কমিটির সভাপতি বাবু তপন বসাক ও সাধারণ সম্পাদক বাবু সজল বসাক আরো উপস্থিত ছিলেন ডাক্তার স্বপন বসাক, মিথুন বসাক, দুর্জয় বসাক , সুবল বসাক, ছোটন বসাক, শাপলা বসাক, শিপন বসাক, টিটু বসাক, দয়াল বসাক, রুপন বসাক, রাখাল বসাক, কাঞ্চন বিশ্বাস, বাবলু নাথ সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।