বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে ডুবে আলিফা (৩) ও দেড় বছর বয়সী অনুরাগ নাথ নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকুবদণ্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফা আকুবদণ্ডী গ্রামের মো. খোরশেদ আলমের মেয়ে এবং অনুরাগ নাথ পটিয়া উপজেলার দক্ষিণ কেলিশহর গ্রামের নাথপাড়ার রুপন নাথের ছেলে। অনুরাগ তার দাদার বাড়ি দক্ষিণ আকুবদণ্ডীর নাথপাড়ায় বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জাহান বলেন, দুপুর সাড়ে ১২টা দিকে আলিফা ও বিকেল সাড়ে ৩টার দিকে অনুরাগ নাথ নামের দুই শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে। তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো।