বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে অনুশ্রী দাশ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে পুকুরে ডুবে যায় সে।
অনুশ্রী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নোয়াহাট এলাকার মিটন দাশের মেয়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আজমাইন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য যীশু দে বলেন, বাড়ির পাশে খেলতে গিয়ে অনুশ্রী পুকুরের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন