1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর বুড়া মসজিদে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ সোনাইমুড়ীতে সংসদীয় আসনের দাবিতে মানববন্ধন প্রত্যয়ের সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” আনোয়ারা ওষখাইন রজায়ী দরবার বিশ্ব নূর মঞ্জিলে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত পথ শিশু, পথচারী, এতিম ও হেফজখানায় মৌসুমী ফল বিতরন করল প্রয়াস চন্দনাইশ প্রেসক্লাবের উপহার সামগ্রী বিতরণ চার বছরেও শেষ হয়নি কেরানী বাজার সেতু, কাঠের সাঁকোই ভরসা মাদক সেবনে বাধা দেওয়ায় বোয়ালখালীতে যুবককে মারধর বোয়ালখালীতে অনিয়মে তিন ক্লিনিককে জরিমানা, একটি সিলগালা পটিয়ায় চুরির দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩ চোর উদ্ধার স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা

পীরগাছায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী ও স্টল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

মোঃ হাফিজার রহমান পীরগাছা রংপুর প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছায় উপজেলা পরিষদ হলরুমে
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ১০,১১,১২ তারিখ পর্যন্ত ৩ দিন ব্যাপী কৃষি মেলা শেষে বিভিন্ন স্টল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ১২ই জুন বুধবার ভাসমান সব্জী চাষের আওতায় কৃষক ও কৃষাণীদের মাঝে প্রশিক্ষণ ও কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। বিভিন্ন স্টল বিজয়ী কৃষক ও বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস হাতে তুলে দেয়া হয়।
এর তিন দিন আগে কৃষকের মাঝে বর্ষালী পিঁয়াজের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন ও উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সঞ্জয় কুমার সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে পীরগাছা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে স্থানীয় উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন এর সভাপতিত্বে সোমবার সকাল ১১ টায়
পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদেের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, বাংলাদেশ বিজ্ঞান প্রযুক্তি ও শিল্প গবেষক কর্মকর্তা ছাগিরুল ইসলাম ও সহকারী কর্মকর্তা হিসেবে ছিলেন রাশেদ মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) ইফতিসাম প্রীতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দিন, উপজেলা জাপা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সুইটি, অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার, পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আশাদুল ইসলাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, পীরগাছা ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজার রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সৈয়দ সুজা, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল হান্নান মন্ডল, প্রেসক্লাবের আহবায়ক ও সিনিয়র সাংবাদিক শাহ কামাল ফারুক লাবু, সাবেক সভাপতি এম খোরশেদ আলম, সাবেক সভাপতি তোজাম্মেল হক মুন্সি প্রমূখ।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন সহ অন্যান্য কর্মকর্তাগণ কৃষি মেলা উদ্বোধন শেষে কৃষি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট