1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২০ জুন ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

পিকআপে বাড়ি ফেরার পথে সেতুতে প্রাণ গেল কলেজছাত্রের

  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা লেগে মুহাম্মদ আসিফ (১৯) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ মে) বিকেলে সেতুর বোয়ালখালী প্রান্তের পূর্ব দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকলিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের খালেক কোম্পানির বাড়ির শের মিয়ার ছোট ছেলে। সে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

পরিবারের সূত্রে জানা যায়, আসিফ তার নানাবাড়ি রাঙ্গুনিয়া থেকে একটি গরু, কাঁঠাল ও আনারসসহ মালামাল নিয়ে পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিল। ফেরার পথে সে পিকআপের পেছনে দাঁড়িয়ে ছিল। কালুরঘাট সেতু থেকে নামার সময় পিকআপটি সেতু উচ্চ প্রতিবন্ধকের নিচ দিয়ে যাওয়ার সময় আসিফের মাথা প্রচণ্ডভাবে ধাক্কা খায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা শামসুন্নাহার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “পিকআপচালক গাড়ি খুবই বেপরোয়া চালাচ্ছিল। রাঙ্গুনিয়াতেই একবার দুর্ঘটনা হতে যাচ্ছিল, তখন আল্লাহ বাঁচিয়ে দেন। কিন্তু শেষ রক্ষা হলো না—কালুরঘাটে এসে আমার ছেলেকে নিয়ে গেল।”

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, “কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পাওয়া এক যুবককে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট