1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ’সহ ৫ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’র স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল পবিত্র রমজান উপলক্ষে পটিয়ায় জিরি ইউনিয়নের কৃতিসন্তান ফরিদুল আলমের উদ্যোগে খাদ্যপণ্য বিতরণ কবিতাঃ ঈদ বসন্ত -মোঃ হোসাইন জাকের চন্দনাইশে পৌরসভা ওয়ার্ড বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে ধোপাছড়িতে ওয়ার্ড বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে জোয়ারা ইউনিয়ন বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামে আরও ৬৩ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার টেক্সি ও টেম্পোর সংঘর্ষে প্রাণ হারিয়েছে দুই বছরের শিশু

পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবিসহ অন্যান্য সামরিক বাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে — বাসন্তী চাকমা এমপি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি ॥ নানান আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা বিজিবি সেক্টরের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে সভাপতিত্ব করেন, গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এস এম মোরশেদ সরোয়ার, এএফডব্লিউসি, পিএসসি।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে গুইমারা সেক্টরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি। বিশেষ অতিথি ছিলেন, গুইমারা সদর দপ্তর ২৪ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন বিএএমএস. এনডিসি. পিএসসি. জি, চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান পিবিজিএম. পিএসসি, গুইমারা সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর রাশেদ মাহমুদ খাগড়াছড়ি জেলার শাখার ডিজিএফআই’র ভারপ্রাপ্ত শাখা অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহ আলম সিদ্দিকী যামিনীপাড়া ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম এসি, রামগড় ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি. জি, খাগড়াছড়ি জেলা শাখার এএসইউ ডিটাসমেন্ট কমান্ডার লেঃ কর্নেল মোঃ রাশেদুজ্জামান রাশেদ পিএসসি. জি, সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল সাঈদ পারভেজ মোস্তফা পিএসসি. জি, লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল এ এইচ এম জোবায়ের পিএসসি. জি, মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান পিএসসি, গুইমারা বর্ডার গার্ড হাসপাতাল পরিচালক লেঃ কর্নেল মোঃ আবু সাইদুজ্জামান এএমসি উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারীসহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান কারবারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ বর্ডার গার্ডসহ অন্যান্য সামরিক বাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সকলে একে অপরের সাথে শান্তি সম্প্রতি বজায় রেখে কিভাবে পার্বত্যাঞ্চলকে আরো উন্নত করা যায় সেই হিসাবে কাজ করার আহ্বান জানান তিনি।
গুইমারা ব্রিগেড কমান্ডার জেনারেল মোঃ কামাল মামুন ও চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান বলেন, পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবির বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কারনে সুনাম অর্জন করেছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সময় মানবিক সহায়তা দিয়ে অসহায়দের পাশে দাঁড়ায় সেনাবাহিনী ও বিজিবি। এছাড়া যারা এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরে কেক কাটা ও প্রীতিভোজের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট