1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বোয়ালখালীতে এতিমদের খাদ্য সামগ্রী দিয়েছেন ইউএনও আন্তর্জাতিক সেবা সংগঠন বাংলাদেশ নির্বাচিত প্রেসিডেন্টঃ লায়ন ফাহিম উদ্দিন চৌধুরী, সেক্রেটারীঃ লায়ন রাজীব নাথ,ট্রেজারারঃ লায়ন শাহাজাহান ফরহাদ পটিয়াতে প্রত্যয়ের উদ্যোগে “রং তুলিতে স্বপ্নের বাংলাদেশ” শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সম্প্রীতি শান্তি সমাবেশ ও র‍্যালি নিয়ন্ত্রণ হারিয়ে কালুরঘাট সেতুর  রেলিং ভেঙ্গে চাঁদের গাড়ি  কর্ণফুলী নদীতে গাইবান্ধায় সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার মোশাররফ হোসেন পিপিএম পটিয়ার জিরি জনকল্যান সংঘের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন “শিখর” বন্যা পরবর্তী বাসস্থান পুর্নাবাসনে ছাত্র সংগঠনের সহায়তা

পাতা..সভাপতি,মাসুদ.সম্পাদক পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের কমিটি গঠন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৩৪১ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবা‌ড়ী উপ‌জেলায় সাংবাদিকদের নিপুন হাতের লেখনীর মাধ্যমে গ্রাম বাংলা,সমাজ ও রাস্ট্রের কথা তুলে ধরতে মুক্তমনা একঝাক অভিজ্ঞ ক্ষুরধার কলম সৈনিক মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে নির্ভিক সাংবাদিকতার প্রত্যয় নিয়ে গঠিত হলো পলাশবা‌ড়ী ম‌ডেল প্রেসক্লাব।

১৫ নভেম্বর বুধবার সন্ধ‌্যায় পলাশবাড়ী চৌমাথার অস্থায়ী কার্যাল‌য়ে সিনিয়র সাংবাদিক রবিউল হোসেন পাতা’র সভাপতিত্বে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।
রুদ্ধ,শৃঙ্খল মুক্ত থেকে পেশাদার সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের অধিকার আদায়ের লক্ষে পলাশবাড়ী মডেল প্রেসক্লাব গঠন করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
পরে সর্বসম্মতিক্রমে দৈ‌নিক ই‌ত্তেফাক প‌ত্রিকার প্রতি‌নি‌ধি র‌বিউল হো‌সেন পাতা‌ কে সভাপ‌তি,দৈনিক দেশ বার্তা ও আমার জনতা পত্রিকার প্রতি‌নি‌ধি আ‌মিরুল ইসলাম ক‌বির’কে সি‌নিয়র সহ সভাপ‌তি,এ‌শিয়ান টে‌লি‌ভিশ‌নের প্রতি‌নি‌ধি মাসুদার রহমান মাসুদ‌কে সাধারণ সম্পাদক,আমার কন্ঠ প‌ত্রিকার প্রতি‌নি‌ধি আবু জাফর মন্ডলকে যুগ্ম সাধারণ সম্পাদক,দৈ‌নিক ভো‌রের পাতা প‌ত্রিকার প্রতি‌নি‌ধি সরকার লুৎফর রহমানকে সাংগঠ‌নিক সম্পাদক,‌দৈ‌নিক রুপবানী প‌ত্রিকার প্রতি‌নি‌ধি ফের‌দৌস রহমান‌কে অর্থ সম্পাদক, দৈ‌নিক মুক্ত খবর প‌ত্রিকার প্রতি‌নি‌ধি এসআই হা‌বিব‌কে প্রচার সম্পাদক,আমা‌দের প্রতি‌দিন প‌ত্রিকার প্রতি‌নি‌ধি বা‌য়ো‌জিদ আহ‌ম্মেদ শাকিলকে দপ্তর সম্পাদক,দৈ‌নিক অ‌গ্নি‌শিখা প‌ত্রিকার প্রতি‌নি‌ধি শ্রী মোহন সরকার ও দৈ‌নিক আ‌লোর দিগন্ত প‌ত্রিকার প্রতি‌নি‌ধি ফজলুল করিম প্রধান,দৈ‌নিক কা‌লের খবর প‌ত্রিকার প্রতি‌নি‌ধি মোছাঃ লা‌কী আক্তার’কে কার্যকরী সদস‌্য এবং দৈ‌নিক ৭১ বাংলা প্রতি‌নি‌ধি রা‌কিব মিয়া,ভো‌রের প্রতিধ্ব‌নি প‌ত্রিকার প্রতি‌নি‌ধি রা‌সেল মাহমুদ,আব্দুর র‌হিম, মাহমুদুজ্জামান প্রান্ত,ফজ‌লে রা‌ব্বি মিয়াকে সাধারণ সদস্য করে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত কমিটি ও উপস্থিত গণমাধ্যমকর্মীরা নবগঠিত পলাশবাড়ী মডেল প্রেসক্লাব পরিচালনায় সকলের সা‌র্বিক সহ‌যে‌াগিতা কামনা ক‌রে‌ন।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট