1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাকিয়ার প্রেসিডেন্ট’স স্কাউটস অ্যাওয়ার্ড অর্জন বেঙ্গুরা কে.বি.কে.আর বালিকা স্কুলের সভাপতি ইসহাক চৌধুরী  সোনাইমুড়ীতে ধর্ষণের ঘটনায় গ্রেফতার যুবক সোনাইমুড়ীর ধর্ষণের ঘটণাকে ওসি বল্লেন দূর্ঘটনা জৈষ্টপুরা রমনি মোহন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ভূমি জরিপ উন্নয়ন সংস্থা, বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটি গঠিত বোয়ালখালীতে দুই যুবকের কৃষি সাফল্য গড়ে তুলেছেন এক বিশাল সবুজ সাম্রাজ্য বোয়ালখালীতে আহলা দরবারে মওলা আলী (রাঃ) এর ওরসে পাক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে সৈয়দ মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজনগরী মাইজভান্ডারী’র ওরশ আজ জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।

পশ্চিম পটিয়া টেম্পু, রিক্সা, সিএনজি শ্রমিক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি- আঃ করিম, সম্পাদক- সোলাইমান

  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
চটগ্রামের ঐতির্য্যবাহী পশ্চিম পটিয়া অটো টেম্পু,অটো রিক্সা,সিএনজি শ্রমিক কল্যান বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পূর্ন গনতান্ত্রিক এক প্রক্রিয়ায়
ভোটার ও পদপ্রার্থীর সমর্থকদের এক উৎসাহ,উদ্দীপনা আনন্দ,উল্লাসে গত মঙ্গলবার(১১ই ফেব্রুয়ারী)সকাল ৯ টায় শুরু হয়ে বিকেল ৪ টায় ভোট সম্পন্ন হয়।
চটগ্রাম জেলা ও পটিয়া উপজেলা প্রসাসন সমবায় কর্মকর্তাবৃন্দ যৌথভাবে এ ভোট পরিচালনায় নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন।
এতে সমিতির সদস্য ভোটারদের ভোট প্রদানের মাধ্যমে এবং নির্বাচন পরিচালনা কমিশনের ভোট গননা শেষে ফলাফল ঘোষনার এক পরিপত্র সূত্রে জানা যায় সভাপতি পদে তিন জন প্রার্থী।এদের মধ্যে সমিতির সদস্যদের ভোট প্রদানের মাঝে মো: সেলিম রেজা ছাতা প্রতীকে ৩২৩ ভোট,মোহাম্ম কবির উদ্দীন আনারস প্রতীকে ২৯৩,হাজী আবদুল করিম চেয়ার মার্কা প্রতীকে অপর দুই প্রার্থীকে ভোটে পরাজিত করে ৪৪৩ ভোট পেয়ে বিজয় অর্জন লাভ করেন।সভাপতি পদের ভোটের ফলাফলে ৪২টি ভোট বাতিল দেখানো হয় নির্বাচন কমিশনের পরিপত্রে।
এ নির্বাচনে সমিতির আরো অন্যান্য পদের মধ্যে নির্বাচন পূর্ববর্তী সময়ে বিনা প্রতিদ্ধন্ধীতায় সহ-সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ নাসির উদ্দিন,সাধারন সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ সোলাইমান, সহ-সম্পাদক পদে দুই প্রার্থীর মধ্যে আবু নাসের এর কলসী মার্কা ভোটে পরাজিত করে মোঃ ওসমান বই মার্কায় বিজয় লাভ করেন,অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্ধন্ধীতায় নির্বাচিত হন মোঃ ফোরকান,ভোটে দপ্তর সম্পাদক নির্বাচিত হন মোরগ মার্কায় মো: সেলিম,সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মুরাদ হোসেন রুবেল,প্রচার সম্পাদক নির্বাচিত হন মাইক মার্কায় মো: ফয়সাল,সদস্য পদে ভোটে যথাক্রমে নির্বাচিত হন প্রথম স্হানে কাপ-পিরিচ মার্কায় মোঃ ইরফান,দ্বিতীয় স্হান ক্রিকেট ব্যাড মার্কায় নেজাম উদ্দিন,তৃতীয় স্হান বাঘ মার্কায় মোহাম্মদ সেলিম,৪র্থ স্হান টুপি মার্কায় মো: নুরুল আবছার।
উল্রেখ্য এ নির্বাচন পরিচালনায় ছিলেন চটগ্রাম জেলা সমবায় কার্যালয় পরিদর্শক মো: গিয়াস উদ্দিন,সহ-পরিদর্শক ফারুক আব্দুল্লাহ বাপ্পী,পটিয়া উপজেলা সমবায় অফিসার শফিউল আলম সহ পশ্চিম পটিয়া অটো টেম্পু রিক্সা,সিএনজি শ্রমিক কল্যান সমিতির নির্বাচন পরিচালনা কমিটি-২০২৫ এর নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট