অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
চটগ্রামের ঐতির্য্যবাহী পশ্চিম পটিয়া অটো টেম্পু,অটো রিক্সা,সিএনজি শ্রমিক কল্যান বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পূর্ন গনতান্ত্রিক এক প্রক্রিয়ায়
ভোটার ও পদপ্রার্থীর সমর্থকদের এক উৎসাহ,উদ্দীপনা আনন্দ,উল্লাসে গত মঙ্গলবার(১১ই ফেব্রুয়ারী)সকাল ৯ টায় শুরু হয়ে বিকেল ৪ টায় ভোট সম্পন্ন হয়।
চটগ্রাম জেলা ও পটিয়া উপজেলা প্রসাসন সমবায় কর্মকর্তাবৃন্দ যৌথভাবে এ ভোট পরিচালনায় নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন।
এতে সমিতির সদস্য ভোটারদের ভোট প্রদানের মাধ্যমে এবং নির্বাচন পরিচালনা কমিশনের ভোট গননা শেষে ফলাফল ঘোষনার এক পরিপত্র সূত্রে জানা যায় সভাপতি পদে তিন জন প্রার্থী।এদের মধ্যে সমিতির সদস্যদের ভোট প্রদানের মাঝে মো: সেলিম রেজা ছাতা প্রতীকে ৩২৩ ভোট,মোহাম্ম কবির উদ্দীন আনারস প্রতীকে ২৯৩,হাজী আবদুল করিম চেয়ার মার্কা প্রতীকে অপর দুই প্রার্থীকে ভোটে পরাজিত করে ৪৪৩ ভোট পেয়ে বিজয় অর্জন লাভ করেন।সভাপতি পদের ভোটের ফলাফলে ৪২টি ভোট বাতিল দেখানো হয় নির্বাচন কমিশনের পরিপত্রে।
এ নির্বাচনে সমিতির আরো অন্যান্য পদের মধ্যে নির্বাচন পূর্ববর্তী সময়ে বিনা প্রতিদ্ধন্ধীতায় সহ-সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ নাসির উদ্দিন,সাধারন সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ সোলাইমান, সহ-সম্পাদক পদে দুই প্রার্থীর মধ্যে আবু নাসের এর কলসী মার্কা ভোটে পরাজিত করে মোঃ ওসমান বই মার্কায় বিজয় লাভ করেন,অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্ধন্ধীতায় নির্বাচিত হন মোঃ ফোরকান,ভোটে দপ্তর সম্পাদক নির্বাচিত হন মোরগ মার্কায় মো: সেলিম,সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মুরাদ হোসেন রুবেল,প্রচার সম্পাদক নির্বাচিত হন মাইক মার্কায় মো: ফয়সাল,সদস্য পদে ভোটে যথাক্রমে নির্বাচিত হন প্রথম স্হানে কাপ-পিরিচ মার্কায় মোঃ ইরফান,দ্বিতীয় স্হান ক্রিকেট ব্যাড মার্কায় নেজাম উদ্দিন,তৃতীয় স্হান বাঘ মার্কায় মোহাম্মদ সেলিম,৪র্থ স্হান টুপি মার্কায় মো: নুরুল আবছার।
উল্রেখ্য এ নির্বাচন পরিচালনায় ছিলেন চটগ্রাম জেলা সমবায় কার্যালয় পরিদর্শক মো: গিয়াস উদ্দিন,সহ-পরিদর্শক ফারুক আব্দুল্লাহ বাপ্পী,পটিয়া উপজেলা সমবায় অফিসার শফিউল আলম সহ পশ্চিম পটিয়া অটো টেম্পু রিক্সা,সিএনজি শ্রমিক কল্যান সমিতির নির্বাচন পরিচালনা কমিটি-২০২৫ এর নেতৃবৃন্দ।