পশ্চিম পটিয়া ঐতিহ্যবাহী সংগঠন কোলাগাঁও চাপড়া মানবিক ফাউন্ডেশন একতা সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ক্লাবের উদ্যােগে শুক্রবার জুমা নামাজের পর
চাপড়া হাজী ফজল সওদাগর জামে মসজিদে পাশে মাদ্রাসার হল রুমে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১০০ পরিবার গরীব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এতে মানবিক ফাউন্ডেশন একতা সংঘ সভাপতি মোহাম্মদ হাশেম আক্তারী সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোলাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নাছির আহমদ সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল সও:,আলহাজ্ব মনির আহমেদ ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব মুসলিম উদ্দীন।বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক হাজী জসিম উদ্দিন, জাগির আহমদ, কালা মিয়া সাং ইন্জিনিয়ারিং দিদার, আবদুল লতিফ সংগঠন এডমিন সদস্য নুরুল ইসলাম টিপু,তৌহিদুল ইসলাম তৌহিদ,তৌপিকুল ইসলাম
ফোরকান আলী সাগর, মোহাম্মদ ইমতিয়াজ উদ্দীন,
মো: শাহাজান আকবর আলী, মুন্না,রিফাত,হৃদ্য়,পাইসাল দিল আহমেদ প্রমুখ।
এতে অথিতি বৃন্দরা মানবিক কাজে আরো সামনে দিকে এগিয়ে যাওয়ার উৎসাহ ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা আরো বলেন যাদের অন্ততে মানবতা আছে তাদের মন মানবিক কাজ পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম।