আমিরুল ইসলাম কবিরঃ
পল্লী বিদ্যুতের ভেলকিবাজির প্রতিবাদে ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের বুড়ির বাজারে মানববন্ধন করলো গ্রাহক ও এলাকাবাসী।
ওই এলাকার বাসিন্দা ও পল্লী বিদ্যুৎ এর গ্রাহক মাহফুজ সরকার এর উদ্যোগে শুক্রবার ৮ সেপ্টেম্বর জুম্মার নামাজের পর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওই এলাকার দু’শতাধিক পল্লী বিদ্যুৎ এর গ্রাহক এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। তাদের দাবী দীর্ঘদিন হলো এই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দিনে এবং রাতে কোনো কারণ ছাড়াই অহেতুক বিদ্যুৎ বন্ধ রাখেন ঘন্টার পর ঘন্টা। ২৪ ঘন্টার মধ্যে মাত্র কয়েকঘন্টা বিদ্যুৎ পাওয়া যায় আবার তা আসলেও ২০/৩০ পর ফুরুত হয়ে চলে যায়।
আর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এহেন খামখেয়ালি ও ভেলকিবাজির ফলে কয়েক গ্রামের প্রায় ১০ হাজার গ্রাহক ভোগান্তি পোহাচ্ছে। যার ফলে অসুস্থ লোকজন কষ্ট পাচ্ছে। তাছাড়া স্কুল,কলেজ,মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সঠিকভাবে পড়ালেখা করতে পারছে না। গ্রাহকরা সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পল্লী বিদ্যুৎ সমিতির উর্ধতন কর্তৃপক্ষের নেক দৃষ্টি কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,মাহফুজ সরকার,আফসার আলী মন্ডল,মালেক মিয়া ফকির, মোখলেস বিহারী,মোস্তফা প্রধান,সাদ্দাম হোসেন,আবু বক্কর সিদ্দিক জাফর,আঃ হামিদ,শহীদ মিয়া সহ ২ শতাধিক পল্লী বিদ্যুতের গ্রাহক।।