1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে গ্রাম আদালতের ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বেগমগঞ্জ নির্বাচন অফিস মুখি সেবা গ্রহিতারা বোয়ালখালীতে মুজিব সৈনিক  সৈয়দ সরোয়ার গ্রেপ্তার সুরঙ্গের ভেতর থেকে বোয়ালখালীতে যুবলীগ নেতাকে আটক চন্দনাইশে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রণয়নের উপর তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশাল র‍্যালী চন্দনাইশে এলডিপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন খাঁনহাট বাজারের পান ব্যবসায়ী মো. মোরশেদুল আলম চৌধুরী’র ইন্তেকাল মানুষের পাশে থাকার রাজনীতি—বোয়ালখালীতে রাস্তা মেরামতে শ্রমিকদল নেতা বর্ষবরণ উৎসব স্মারক ‘রঙ্গীন বৈশাখ’ এর মোড়ক উন্মোচন

পলাশবাড়ীতে হাওয়া হত্যার বিচার ও আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবির,

বিশেষ প্রতিনিধিঃ

পলাশবাড়ীতে গর্ভবতী হাওয়া বেগম হত্যার বিচার দাবীতে বুধবার গাইবান্ধা~পলাশবাড়ী সড়কের রাইসমিল নামক স্থানে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ এলাকাবাসীর।

জানা গেছে,গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের দয়ারপাড়া গ্রামের দরিদ্র হারুন মিয়া তার মেয়ে হাওয়া বেগমকে প্রায় চার বছর আগে একই ইউপির বিশ্রামগাছী গ্রামের সাহেব উদ্দীনের ছেলে জিল্লুর রহমানের সাথে বিবাহ দেন। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুক এর জন্য স্বামী জিল্লুর রহমান ও পরিবারের লোকজন হাওয়া বেগমকে শারীরিক নির্যাতন সহ মানসিক নির্যাতন করে আসছিলো।

আর এরই ধারাবাহিকতায় গত ২০ জুলাই/২৪ ইং তারিখে দেড় লাখ যৌতুকের টাকা বাবার বাড়ী থেকে আনার জন্য জিল্লুর রহমান গর্ভবতী স্ত্রীকে নির্যাতন ও চাপ সৃষ্টি করে। একপর্যায়ে পরদিন ২১ জুলাই ভোরে হাওয়া বেগমকে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে স্বামী ও তার পরিবারের লোকজন অপপ্রচার চালানোর অভিযোগ করেন হাওয়ার পিতা হারুন মিয়া। এ ব্যাপারে হারুন মিয়া জিল্লুর রহমান সহ ৫ জনকে আসামি করে গত ২১ জুলাই পলাশবাড়ী থানায় একটি মামলা ( মামলা নং-১৯,তাং ২১/০৭/২০২৪ ইং) দায়ের করেন।

এদিকে,আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দাবী করে এবং আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে গত বুধবার ২৫ সেপ্টেম্বর এলাকাবাসী বিশাল এক মানববন্ধন করেন।

পলাশবাড়ী~গাইবান্ধা সড়কের রাইসমিল নামক স্থানে সকাল দশটা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধনে নারী পুরুষ রাস্তায় বসে পড়লে উভয় পার্শ্বে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে পলাশবাড়ী থানার ওসি তদন্ত লাইছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসে। পরে আসামীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে ক্ষিপ্ত জনতা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট