বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার হাজারীরচর গ্রামের সমাজ সেবক প্রয়াত মনোরঞ্জন বড়ুয়ার সহধর্মিণী প্রবীণ উপাসিকা শচী রাণী বড়ুয়া (৯৫) পরলোক গমন করেছেন।
গত শনিবার(১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার সময় হাজারীরচর গ্রামের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে ৫ পুত্র ১ কন্যা, পুত্রবধু, নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
রবিবার ২০ অক্টোবর বিকেলে উপজেলার হাজারীরচর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহার প্রাঙ্গনে প্রয়াতার শেষকৃত্যানুষ্টান বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্ধ্বোতন সহ-সভাপতি ভদন্ত শীলভদ্র মহাথেরো’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি ভদন্ত বিপস্সী মহাথেরো। সূচনা বক্তব্য রাখেন হাজারীরচর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শরণশ্রী ভিক্ষু।
দীপায়ন বড়ুয়ার সঞ্চালনায় ও পূজা বড়ুয়ার পারিবারিক পরিচিতির মাধ্যমে প্রয়াতা শচী রাণী বড়ুয়ার কর্মময় জীবনের ওপর আলোকপাত করে সধ্বর্ম দেশনা করেন, ভদন্ত আয়ুপাল মহাথেরো, বিদর্শনাচার্য ভদন্ত শাসনপ্রিয় মহাথেরো, আর্যশ্রী থেরো, কীর্তিপাল থেরো, দীপানন্দ ভিক্ষু, সত্যানন্দ ভিক্ষুসহ প্রাজ্ঞ ভিক্ষু সংঘ।
এসময় স্মৃতিচারণ করেন, বীর মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া, হাজারীরচর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি আশীষ বড়ুয়া, সাবেক সভাপতি পল্টু কান্তি বড়ুয়া, সমাজ সেবক জেষু চৌধুরী, বিকাশ বড়ুয়া, শিমুল চৌধুরী প্রমূখ।
অনিত্যসভা শেষে প্রয়াতার পারলৌকিক শান্তি কামনায় উপস্থিত সকলের পুণ্যদানের মাধ্যমে স্থানীয় শ্মশানে দাহকার্য সম্পন্ন করা হয়।