1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
হযরত শাহ্ আবদুল মালেক আল-কুতুবী (রাহ:)’র পবিত্র বার্ষিক ওরস শরীফ ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দু’দিন ব্যাপী তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি কুড়িগ্রামে নিয়োগ জালিয়াতি: কামাত আঙ্গারিয়া মাদ্রাসার সুপার গ্রেফতার। নাগেশ্বরীতে ছওয়াব মাইক্রোফাইন্যান্স শাখার উদ্বোধন নোয়াখালীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী নুসরাত জাহান দোলনা গ্রেপ্তার। শোক সংবাদঃ আলহাজ্ব আবু ছৈয়দ ইন্তেকাল ‘‘বৃহত্তর পটিয়া কৃতি ও কীর্তিমান’’ গ্রন্থের প্রকাশনা উম্মোচন উপলক্ষে সভা পটিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ সভা ৩১ দফা বাস্তবায়নের একযোগে কাজ করার আহবান । পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন বিএনপির অফিস ভাঙচুর মামলার অভিযুক্ত আসামি মাহমুদুল হক গ্রেপ্তার

পরকীয়ায় জড়িয়ে দেবর ভাবী উধাও

  • প্রকাশিত: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৩৬৭ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে ২ সন্তানের জনক দেবর ও ১ সন্তানের জননী ভাবী তার ২ বছরের শিশু সন্তানকে নিয়ে অজানার পথে পাড়ি জমিয়েছে।

অভিযোগে প্রকাশ,পলাশবাড়ী উপজেলার পৌর এলাকার সিধনগ্রামের মৃত আকবর সর্দারের পুত্র সিরাজুল ইসলাম প্রায় ৯ বছর পূর্বে একই উপজেলার মহেশপুর গ্রামের হাসেম আলীর কন্যা রুমি বেগমকে বিয়ে করে। ঘর সংসার করাকালে তাদের ঘর আলো করে ১ পুত্র সন্তান আসে। সিরাজুল ইসলাম স্ত্রী-সন্তানকে রেখে জীবিকার তাগিদে চট্টগ্রামে চলে যায়।

আর এ সুযোগে একই গ্রামের এবং পাশাপাশি বাড়ীর আলা বকস্ এর ছেলে সম্পর্কে চাচাতো ভাই আতিকুর রহমান তার ভাবী রুমী সবার চোখকে ফাঁকি দিয়ে চুটিয়ে পরকীয়ায় জড়িয়ে লীলা খেলায় মশগুল হয়ে পড়ে।

বেচারা স্বামী সিরাজুল বিষয়টি জানতে পেরে আতিকুর সহ তার পরিবারের সদস্যদের জানালে আতিকুর ক্ষিপ্ত হয় উঠে। আর এ সুযোগকে কাজে লাগিয়ে এবং স্বামী না থাকায় গত ৩০ মার্চ তার স্ত্রী রুমি বেগম ও ২ বছরের ছেলে সন্তান জিসান বাবুকে নিয়ে এ পরকীয়া প্রেমিক জুটি অজানার পথে পাড়ি জমায়। এ সময় তারা বাড়ীতে থাকা প্রায় ৩০ হাজার টাকার স্বর্ণালংকার ও নগদ ৩৫ হাজার টাকা নিয়ে পালিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এদিকে,সিরাজুল বাড়ীতে এসে তার স্ত্রী সন্তানকে না পেয়ে খোঁজ খবর করে জানতে পারে তার আপন চাচাতো ভাই ২ সন্তানের জনক আতিকুর রহমান তার স্ত্রী-সন্তানকে নিয়ে অজানার পথে পাড়ি জমিয়েছে। পরকীয়া প্রেমিক আতিকুরের বাড়ীতে তার স্ত্রী সহ দু সন্তান রয়েছে বলে সূত্রে জানা যায়।

এ ব্যাপারে বেচারা স্বামী সিরাজুল তার স্ত্রী সন্তানকে ফিরে পেতে ও উদ্ধারের জন্য পহেলা এপ্রিল পলাশবাড়ী থানায় একখানা লিখিত অভিযোগ করেছেন।√#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট