1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ১১ মে ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মা দিবস শায়ের মুহাম্মদ আকতার উদদীন মোবাইলে বন্দুকের ছবি, তারপর অভিযান—আটক দুই ছাত্রলীগ নেতা মা দিবস -লায়ন মোঃ আবু ছালেহ্ বোয়ালখালীতে “দায়িত্বহীন পার্কিংয়ে আবারো বিপদ: ট্রেনের সঙ্গে কাভার্ড ভ্যানের ঘষাঘষি” বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা: অনামিকা বড়ুয়া চন্দনাইশে পুলিশী অভিযানে আটক-৭ চন্দনাইশে পুরষ্কার বিতরণী সভায় প্রাক্তন প্রো-ভিসি বেনু মাধব দে পৃথিবীতে জ্ঞান চর্চার মতো ভালো কাজ আর কিছুই নেই “আগামী নির্বাচন এদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মোস্তাক আহমেদ খাঁন” বোয়ালখালীতে স্প্রীডফাস্ট কুরিয়ার সার্ভিস উদ্বোধন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বোয়ালখালীতে বিক্ষোভ

পরকীয়ায় জড়িয়ে দেবর ভাবী উধাও

  • প্রকাশিত: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৪১২ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে ২ সন্তানের জনক দেবর ও ১ সন্তানের জননী ভাবী তার ২ বছরের শিশু সন্তানকে নিয়ে অজানার পথে পাড়ি জমিয়েছে।

অভিযোগে প্রকাশ,পলাশবাড়ী উপজেলার পৌর এলাকার সিধনগ্রামের মৃত আকবর সর্দারের পুত্র সিরাজুল ইসলাম প্রায় ৯ বছর পূর্বে একই উপজেলার মহেশপুর গ্রামের হাসেম আলীর কন্যা রুমি বেগমকে বিয়ে করে। ঘর সংসার করাকালে তাদের ঘর আলো করে ১ পুত্র সন্তান আসে। সিরাজুল ইসলাম স্ত্রী-সন্তানকে রেখে জীবিকার তাগিদে চট্টগ্রামে চলে যায়।

আর এ সুযোগে একই গ্রামের এবং পাশাপাশি বাড়ীর আলা বকস্ এর ছেলে সম্পর্কে চাচাতো ভাই আতিকুর রহমান তার ভাবী রুমী সবার চোখকে ফাঁকি দিয়ে চুটিয়ে পরকীয়ায় জড়িয়ে লীলা খেলায় মশগুল হয়ে পড়ে।

বেচারা স্বামী সিরাজুল বিষয়টি জানতে পেরে আতিকুর সহ তার পরিবারের সদস্যদের জানালে আতিকুর ক্ষিপ্ত হয় উঠে। আর এ সুযোগকে কাজে লাগিয়ে এবং স্বামী না থাকায় গত ৩০ মার্চ তার স্ত্রী রুমি বেগম ও ২ বছরের ছেলে সন্তান জিসান বাবুকে নিয়ে এ পরকীয়া প্রেমিক জুটি অজানার পথে পাড়ি জমায়। এ সময় তারা বাড়ীতে থাকা প্রায় ৩০ হাজার টাকার স্বর্ণালংকার ও নগদ ৩৫ হাজার টাকা নিয়ে পালিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এদিকে,সিরাজুল বাড়ীতে এসে তার স্ত্রী সন্তানকে না পেয়ে খোঁজ খবর করে জানতে পারে তার আপন চাচাতো ভাই ২ সন্তানের জনক আতিকুর রহমান তার স্ত্রী-সন্তানকে নিয়ে অজানার পথে পাড়ি জমিয়েছে। পরকীয়া প্রেমিক আতিকুরের বাড়ীতে তার স্ত্রী সহ দু সন্তান রয়েছে বলে সূত্রে জানা যায়।

এ ব্যাপারে বেচারা স্বামী সিরাজুল তার স্ত্রী সন্তানকে ফিরে পেতে ও উদ্ধারের জন্য পহেলা এপ্রিল পলাশবাড়ী থানায় একখানা লিখিত অভিযোগ করেছেন।√#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট