অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ শুক্রবার (৩১শে মার্চ) সকাল ১০টায় চটগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন এলাকার মহিরা গ্রামের বিশিষ্ট সমাজসেবক স্বর্গীয় হৃদয় রন্জন চৌধুরী সুযোগ্য সন্তান ও চটগ্রাম ক্রিসেন্ট লজিষ্টিক, লিমিটেড চেয়ারম্যান, অসম্প্রদায়িক
চেতনার প্রানপুরুষ বাবু নিপুর চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে তার গ্রামের নিজ বাড়ী প্রাঙ্গনে আর্ত-মানবতার সেবায় প্রায় সাত শতাধীক গরীব,দুঃস্হ,
পরিবারের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরন করা হয়েছে।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চটগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু প্রদীপ দাশ,পটিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক মাষ্টার রিটন নাথ,মোঃ জেবল হোসেন মেম্বার,মোঃ নাছির উদ্দিন চৌধুরী মেম্বার,বাবু রিটন দাশ,মোঃ এরশাদ,তিলক চৌধুরী,তরুন চৌধুরী,জিরি ইউনিয়ন আ,মীলীগের সহ-সভাপতি বাবু শিবু মল্লিক,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ওসমান গনি সাবেরী,বাবু শেখর সরকার,রন্জন দাশ,ছাত্রলীগ নেতা দীপ্ত নাথ সহ এলাকার আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।