1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

পটুয়াখালীতে আলোচিত শিবু দাস অপহরন মামলার অন্যতম আসামি হিরন মোল্লা আটক

  • প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৫৭ বার পড়া হয়েছে

এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালীর বিশিষ্ট ব্যাবসায়ী শিবু লাল দাস অপহরনের আলোচিত মামলার অন্যতম পরিকল্পনাকারী মতিউর রহমান হিরন মোল্লা (৪৪) কে আটক করেছে পুলিশ। হিরন মোল্লা আলোচিত মামলার প্রধান আসামি ল্যাংরা মামুনের ফুফাতো ভাই সে হলুদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোসলেম মোল্লার ছেলে।

জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম (পিপিএম), (বিপিএম) এর নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৪-এপ্রিল-২০২৩ ইং) তারিখ বিকেল আনুমানিক ৪ টার সময় এ,এস,আই রেজাউল, এ,এস,আই রুবেল ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের পাটুখালী সোমাবাড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর শিবু লাল দাসকে অপহরন মামলার প্রধান আসামি ল্যাংরা মামুনের ফুফাতো ভাই সহযোগী আসামি মতিউর রহমান হিরন মোল্লাকে আটক করেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আদালতের স্বীকারোক্তি অনুযায়ী শিবু লাল দাসকে অপহরনের অন্যতম পরিকল্পনাকারী ও সহযোগী আসামি মতিউর রহমান হিরন মোল্লাকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। এর আগে তাকে গ্রেফতার করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার চেষ্টা অব্যাহত ছিলো। আটককৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট