1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জেম হত্যা মামলায় পৌর মেয়র মোখলেশুর কারাগারে। সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে পূর্বাশার আলো’র মৌসুমি ফল বিতরণ খাগড়াছড়ির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া পটিয়ায় প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার  চকরিয়া হস্তশিল্প নারী উদ্যোক্তারা আঞ্চলিক গন্ডি পেরিয়ে একদিন সারাদেশে সমাদৃত হবে দূমকিতে আশা এনজিও সদস্যের চেক ছিড়ে ফেলার অভিযোগ। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নিহত সেনা সদস্যের পরিবারকে গৃহ হস্তান্তর। ৮ জুন চট্টগ্রাম মহানগরে অটোরিকশা,টেম্পো‘র কর্ম বিরতি ঘোষণা। সড়ক দূর্ঘটনায় নিহত পটিয়ার ছাত্রলীগ নেতা মানিক’র ছোট বোনকে দেখতে হাসপাতালে উপস্থিত হুইপ সামশুল হক চৌধুরী  জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় প্রচার উপ-কমিটির সদস্য হলেন ইমরান হোসেন মুন্না

পটুয়াখলীতে একই পরিবারে ৬৫ মাদক মামলা, কর্তা শাহআলম ইয়াবাসহ ডিবির জালে।

  • প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে

এস আল আমিন পটুয়াখালী।

চিহ্নিত মাদক ব্যাবসায়ী ১১ মামলার আসামি শাহআলম মাতবর (৫৯) কে ১৫০ পিচ ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। আটককৃত শাহ আলম মাতবর পৌর শহরের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হযরত আলী মাতবরের ছেল। এছাড়াও তার পরিবারের সদস্য স্ত্রী, ছেলে,মেয়ে, দুই পুত্রবধূ ও মেয়ে জামাইয়ের বিরুদ্ধে পটুয়াখালী বরিশাল সহ বিভিন্ন থানায় মোট ৬৫ টি মামলা রয়েছে। পটুয়াখালীর বৃহত্তম মাদক মামলার পরিবার চিহ্নিত শাহআলম পরিবার।

ডিবি পুলিশ সুত্রে, জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এ,কে,এম আজমল হুদার নির্দেশনায়, ডিবি পুলিশের উপ-সহকারী এসআই (নিঃ)/সম্বিত রায়, সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় পৌরসভার ০৬নং ওয়ার্ড স্বনির্ভর রোড চরপাড়া এলাকায় বুধবার (০৫-এপ্রিল-২০২৩ ইং) তারিখ রাত আনুমানিক ৯ টা ৫ মিনিটের সময় অভিযান পরিচালনা করে ১৫০ পিচ ইয়াবা সহ শাহআলম মাতবর কে আটক করা হয়েছে। চরপাড়া ওয়ায়েজীয়া কামিল মাদ্রাসার পশ্চিম পার্শ্বে ধৃত আসামী শাহ আলম মাতবর এর বসত ঘরের পশ্চিম পার্শ্বের কক্ষের দরজার সামনে সাদা পলিথিন দ্বারা বিশেষভাবে তৈরী মালা আকৃতির ০৫ টি ছড়া যার প্রতিটি ছড়ায় ৩০(ত্রিশ) পিচ করে ইয়াবা ট্যাবলেট, সর্বমোট ০৫ x ৩০=১৫০(একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, যার ওজন ১.৫ গ্রাম, মূল্য অনুমান ১৫০ x ৩০০= ৪৫,০০০/-(পয়তাল্লিশ হাজার) টাকা।

উল্লেখ্য যে, ধৃত আসামী শাহ আলম মাতবর এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ০৯ টি এবং বিএমপি কোতয়ালী থানায় ০১টি মামলা, ধৃত আসামীর স্ত্রী মোসাঃ নিলুফা বেগম এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ০৮ টি মামলা, ধৃত আসামীর মেয়ে সালমা বেগম এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ১২টি মামলা, ধৃত আসামীর ছেলে সোহেল মাতবর এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ১৯টি মামলা, ধৃত আসামীর ছেলে সোহেল এর ছোট স্ত্রী মোসাঃ দোলা বেগম এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ০৫ টি মামলা, ধৃত আসামীর ছেলে সোহেল এর বড় স্ত্রী মোসাঃ শিল্পী বেগম এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ০৪ টি, ধৃত আসামীর মেয়ে রুপা বেগম এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ০৬ টি মামলা, ধৃত আসামীর মেয়ে তানিয়া আক্তার এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ০১ টি মামলা, ধৃত আসামীর মেয়ে সালমার জামাই জলিল শরীফ এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ০৪ টি সর্বমোট ৬৫ মামলার আসামি একই পরিবারের সদস্য। এরা পটুয়াখালীতে চিহ্নিত মাদক ব্যাবসায়ী ও মাদক মামলায় সবচেয়ে বৃহত্তম পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট