1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ হারলাতে স্বপ্নচূড়া স্পোর্টস একাডেমির ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন জোয়ারা এলডিপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে কর্ণেল অলি গোবিন্দগঞ্জে “মানব সেবাই আমাদের মুল লক্ষ্য”এর প্রচেষ্টায় হুইল চেয়ার বিতরণ চন্দনাইশ ফাইটার কিংস চ্যাম্পিয়ান চন্দনাইশ সদর আলোকিত সমাজের ব্যাডমিন্টন টুর্ণামেন্ট সম্পন্ন চন্দনাইশে চৌধুরী পাড়া মোহাম্মদীয়া সুন্নিয়া নূরানী মাদ্রাসার বার্ষিক পুরষ্কার বিতরণ ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ চন্দনাইশ মানবতার ফেরিওয়ালা সংগঠনের বৃত্তি প্রদান অনুষ্ঠিত চন্দনাইশ বরকল ইউনিয়ন শাখার এলডিপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পটিয়ায় জিরি বিশ্বম্বর ভগীরত উপাসনালয়ে বিষ্ণু বিগ্রহ প্রতিষ্টা বার্ষিকী ও গুরুজনদের স্মরনে নামযজ্ঞ’র প্রস্তুতি সভা আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী

পটুয়াখালীতে জোরপূর্বক বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলা চেষ্টার অভিযোগ।

  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

বরিশাল ব্যুরো।

পটুয়াখালী পৌর শহরের ৪ নং ওয়ার্ড গুলবাগ এলাকায় জোরপূর্বক বাড়ির সীমানা প্রচীর ভেঙে ফেলা চেষ্টার অভিযোগ উঠেছে জাকির নামের এক ব্যাক্তির বিরুদ্ধে।

অভিযোগকারী,গুলাবাগ এলাকার স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ। তিনি বলেন পুর্বে পৌরসভা কর্তৃক ড্রেন নির্মান করা হয় এবং বাড়ির সীমানা প্রাচীর নির্মান করা হয়। বিগত কয়েক বছর পূর্বে জাকির হোসেন নামের এক ব্যাক্তি পাশের জমি ক্রয় করে একটি টিনসেট বাসা নির্মান করে ভাড়া দেয়। তার নির্মানকৃত বাড়ির চলার রাস্তা হিসেবে দক্ষিন পাশ দিয়ে চলাচল করছেন। পূর্বে কয়েকবার মাসুম বিল্লাহ’র বাড়ির দেয়াল ভেঙে রাস্তা তৈরি করার হুমকি ধামকি দিয়েছেন জাকির হোসেন।

অভিযোগ সুত্রে জানাগেছে, বুধবার (১৭’ সেপ্টেম্বর-২৪ ইং) তারিখ দুপুরে হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পেয়ে এলাকার লোকজন আতংকিত হয়ে বাহিরে বের হয়ে এসে দেখতে পায় জাকির হোসেন নামের ঐ ব্যাক্তি হাতুড়ি দিয়ে মাসুম বিল্লাহদের সীমানা প্রাচীর ভাঙার চেষ্টা করছেন। লোকজন এসে তাকে ডাক নিলে জাকির হোসেন দেয়াল ভাঙা বন্ধ করে। অভিযোগকারী মাসুম বিল্লাহ বলেন এসময় জাকির হোসেন রাতের আধারে দেয়াল ভেঙে রাস্তা তৈরি করে নেয়ার হুমকি দিয়ে তাৎক্ষণিক স্থান ত্যাগ করে ।

এবিষয়ে স্থানীয় লোকজন ও জাকির হোসেন এর ভাড়াটিয়া বলেন, জাকির হোসেন নিজেই দেয়াল ভেঙে ফেলার চেষ্টা করেন। এঘটনাটি সবাই দেখেছে এলাকাবাসী আরও বলেন, পূর্বে উভয় পক্ষ নিয়ে বসে একটা সমাধান করার চেষ্টা করা হয়। ঐ সময় জাকির হোসেন বলেন এই এলাকায় কে আছে তার সমতুল্য যাকে নিয়ে বসবে এতে একালাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে ভুক্তভোগী মাসুম বিল্লাহ আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

অপরপক্ষ জাকির হোসেন এর কাছে জানতে চাইলে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট