1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে মায়ের সাথে কথাকাটাকাটি, অভিমানে বিষ পান বোয়ালখালীতে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা বোয়ালখালীতে মেধস আশ্রমে শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা বোয়ালখালীতে নগদ টাকাসহ গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দল শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংক (পিএলসি) পলাশবাড়ী উপ শাখার শুভ উদ্বোধন পটিয়ায় লিটল জুয়েলস চাইল্ড কেয়ার এর ক্লাস পার্টি অনুষ্ঠিত কলমের আলোয় আলোয় ছেঁয়ে যাবে আমাদের এই নবান্নের দেশ সহ পুরো বিশ্ব। কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বক্তারা পটিয়াতে প্রত্যয়ের উদ্যোগে “মুক্তির মন্দির সোপান তলে” অনুষ্ঠান। সন্দ্বীপ স্টুডেন্টস্ এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের উদ্যােগে ফ্রি মেডিকেল হেল্থ ক্যাম্প

পটুয়াখালীতে জোরপূর্বক বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলা চেষ্টার অভিযোগ।

  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫ বার পড়া হয়েছে

বরিশাল ব্যুরো।

পটুয়াখালী পৌর শহরের ৪ নং ওয়ার্ড গুলবাগ এলাকায় জোরপূর্বক বাড়ির সীমানা প্রচীর ভেঙে ফেলা চেষ্টার অভিযোগ উঠেছে জাকির নামের এক ব্যাক্তির বিরুদ্ধে।

অভিযোগকারী,গুলাবাগ এলাকার স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ। তিনি বলেন পুর্বে পৌরসভা কর্তৃক ড্রেন নির্মান করা হয় এবং বাড়ির সীমানা প্রাচীর নির্মান করা হয়। বিগত কয়েক বছর পূর্বে জাকির হোসেন নামের এক ব্যাক্তি পাশের জমি ক্রয় করে একটি টিনসেট বাসা নির্মান করে ভাড়া দেয়। তার নির্মানকৃত বাড়ির চলার রাস্তা হিসেবে দক্ষিন পাশ দিয়ে চলাচল করছেন। পূর্বে কয়েকবার মাসুম বিল্লাহ’র বাড়ির দেয়াল ভেঙে রাস্তা তৈরি করার হুমকি ধামকি দিয়েছেন জাকির হোসেন।

অভিযোগ সুত্রে জানাগেছে, বুধবার (১৭’ সেপ্টেম্বর-২৪ ইং) তারিখ দুপুরে হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পেয়ে এলাকার লোকজন আতংকিত হয়ে বাহিরে বের হয়ে এসে দেখতে পায় জাকির হোসেন নামের ঐ ব্যাক্তি হাতুড়ি দিয়ে মাসুম বিল্লাহদের সীমানা প্রাচীর ভাঙার চেষ্টা করছেন। লোকজন এসে তাকে ডাক নিলে জাকির হোসেন দেয়াল ভাঙা বন্ধ করে। অভিযোগকারী মাসুম বিল্লাহ বলেন এসময় জাকির হোসেন রাতের আধারে দেয়াল ভেঙে রাস্তা তৈরি করে নেয়ার হুমকি দিয়ে তাৎক্ষণিক স্থান ত্যাগ করে ।

এবিষয়ে স্থানীয় লোকজন ও জাকির হোসেন এর ভাড়াটিয়া বলেন, জাকির হোসেন নিজেই দেয়াল ভেঙে ফেলার চেষ্টা করেন। এঘটনাটি সবাই দেখেছে এলাকাবাসী আরও বলেন, পূর্বে উভয় পক্ষ নিয়ে বসে একটা সমাধান করার চেষ্টা করা হয়। ঐ সময় জাকির হোসেন বলেন এই এলাকায় কে আছে তার সমতুল্য যাকে নিয়ে বসবে এতে একালাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে ভুক্তভোগী মাসুম বিল্লাহ আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

অপরপক্ষ জাকির হোসেন এর কাছে জানতে চাইলে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট