অরুন নাথ,পটিয়া(চটগ্রাম) প্রতিনিধিঃআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চটগ্রাম-১২ পটিয়া আসনে সংসদ সদস্য পদে বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনা মনোনিত বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরীকে ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে আজ রবিবার(৩১শে ডিসেম্বর) বিকেলে পটিয়া জিরি ইউনিয়ন ৯নং ওয়ার্ড আঃমীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে গনসংযোগ কর্মসূচী করা হয়েছে।
এ গনসংযোগ ৯নং ওয়ার্ড এলাকার জনসাধারনের বাড়ী,ঘরে,গিয়ে ভোট কামনা প্রত্যাশা ও প্রচারপত্র বিতরনে উপস্হিত ছিলেন চটগ্রাম দক্ষিন
জেলা আওয়ামীলীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা বাবু প্রদীপ দাশ, তাহের গ্রুপ এর জি এম বিশিষ্ট সমাজ সেবক বাবু ড. নিপূর চৌধুরী ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খাঁন টিপু,জিরি ইউনিয়ন আঃমীলীগ সাবেক সাধারন সম্পাদক রবিউল আলী,বিশিষ্ট সমাজ সেবক ডাঃ অজিত শীল.বাবু বাদল কান্তি চৌধুরী বিকাশ নাথ.আওয়ামীলীগ নেতা শ্রী প্রকাশ দাশ অসিত.ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ সম্পাদক ইউনুচ সিকদার,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাষ্টার রিটন নাথ,ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি জেবল হোসেন মেম্বার,সাধারণ সম্পাদক বাবু বিভূতি শীল বিভূ,আওয়ামীলীগ নেতা আবদুল ছমদ সওদাগর, ননী আইচ.যুবলীগ নেতা এডভোকেট দিলীপ নাথ,মোঃ কায়ছার.রিটন চক্রবর্তী,মোঃ পারভেজ.মো জামাল,মো ইমরান হোসেন.মোঃ জানে আলম,মো কামাল,ছাত্রলীগ নেতা মোঃ আরিফ,দীপ্ত নাথ. বিজয় শীল.মো সোলাইমান. মো হেলাল. মো আলমগীর. সৈকত চৌধুরী. প্রমুখ।
উল্লেখ্য গনসংযোগ চলাকালীন সময়ে সমাজসেবক ড. নিপুর চৌধুরীকে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি কোন আঃমীলীগের রাজনীতির দলীয় পদ-পদবীর সাথে সস্পৃক্ত নই।তবে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে এই দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন রোল মডেল হয়ে বিশ্ব স্বীকৃতি লাভ করেছে।এই উন্নয়ন অগ্রযাত্রার সফলতা দেশের সকল মানুষ ভোগ করছেন।আগামীতে স্মার্ট বাংলাদেশ বির্নিমান করার ঘোষনার বাস্তবায়ন রূপদানে তার হাত শক্তিশালী করার অংশীদারিত্ব মনে করেন।