1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ বছর ধরে বৃদ্ধা মায়ের অপেক্ষা —আমার ছেলে এখনো বাঁচে আছে সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মোস্তাক বিল্লাহ সুলতানপুরীর ইন্তেকাল ভক্ত মুরিদানদের ঢল চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক পটিয়ায় মহিরা লোকনাথ সেবাশ্রম পরিচালনা পরিষদ সভাপতি বিশু দাশের মহাপ্রয়ানে নাগরিক শোকসভা চাটখিলে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত হাওলা কুতুবিয়া মাদ্রাসায় আধুনিক প্রযুক্তির বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন কালুরঘাট সেতুতে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত স্টেশন মাস্টার বোয়ালখালীতে পর্নোগ্রাফি মামলায় তিন যুবক আদালতে বেগমগঞ্জে গ্রাম আদালতের ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বেগমগঞ্জ নির্বাচন অফিস মুখি সেবা গ্রহিতারা

পটিয়া হাবিলাসদ্বীপ জ্বালাকুমারী বাড়ীর নামযজ্ঞ অনুষ্টানের ধর্মসভায় বক্তব্য রাখছেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি

  • প্রকাশিত: শনিবার, ৬ মে, ২০২৩
  • ৪৬৭ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলা হাবিলাসদ্বীপ গ্রামের সার্বজনীন শ্রী শ্রী জ্বালাকুমারী বাড়ী মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারো ৩ দিনব্যাপী ধর্মীয় অনুসাশন মেনে বিভিন্ন অনুষ্টান মালার আয়োজন করা হয়েছে।
এ অনুষ্টান মালায় রয়েছে শ্রীমায়ের বাৎসরিক পূজা,মহতী ধর্মসভা,সাংস্কৃতিক অনুষ্টান,লীলা কীর্তন ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ।
এ উপলক্ষে গতকাল শুক্রবার(৫ই মে)ভোর থেকে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্টান মালার মধ্য দিয়ে বিকের ৪টার দিকে শুরু হয় মহতী ধর্মসভা,সাংস্কৃতিক অনুষ্টান,লীলা কীর্তন।
এতে অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে মহতী ধর্মসভায় জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন,ধর্মের প্রকৃত অনুশাসন মেনে চললে মানুষের জীবন চলার পথ সুন্দর হয়।হিংসা,বিদ্দেশ,অহংকার,লোভ, লালসা,ত্যাগ এগুলো থেকে ধর্মীয় বিধানের বাহিরে।সকল জীবের শ্রেষ্ট জীব মানুষ।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসম্প্রদায়িক ছিলেন।তার কন্যা শেখ হাসিনা পিতাকে অনুস্মরন করে অসম্প্রদায়িক চেতনায় দেশ পরিচালনা করছেন।এরপরও কিছু কুচক্রী এই চেতনা বিনষ্ট করতে উটে পড়ে লেগেছে।তাদের থেকে সর্তক থাকার আহব্বান জানিয়ে এ কথগুলো বলেন তিনি।
হাবিলাসদ্বীপ জ্বালাকুমারী বাড়ী পরিচালনা পরিষদের সভাপতি সাধন চন্দ্র দও এর সভাপতিত্বে মহতী ধর্মসভায় উদ্ভোধক ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন বিশিষ্ট দানবীর বাবু প্রদীপ বিশ্বাস।সংবর্ধেয় অতিথি ছিলেন চটগ্রাম জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ দেবু,চেয়ারম্যান ফৌজুর কবির কুমার।সম্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রমিকলীগ নেতা নুরুল হাকিম,আ,মীলীগ নেতা ইউনুচ খান,আবু ছালেহ চৌধুরী,নুরুল আলম,মৃদৃল কান্তি নন্দী,আবু মোহাম্মদ আবছার চৌধুরী,প্রকৌশলী রাজীব দাশগুপ্ত।ধর্মী আলোচক ছিলেন দক্ষিন জেলা পুজা পরিষদ সভাপতি সন্তুোষ দাশগুপ্ত,সাধারন সম্পাদক রুবেল দেব,এডভোকেট নারায়ন বিশ্বাস,সুজিত বৈদ্য,দোলন দও।স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদ সভাপতি শ্যামল মজুমদার,শুভেচ্ছা বক্তব্য রাখেন পটিয়া উপজেলা পূজা পরিষদের সাধারন সম্পাদক বাবু ঝুলন দও।অনুষ্টান পরিচালনায় ছিলেন খোকন দে,রুবেল মজুমদার,প্রসেনজিত দও,বিশ্বজিৎ মিত্র।
আজ শনিবার (৬ই মে) মহানামযজ্ঞ অনুষ্টানে দেশের স্বনামধন্য কীর্তনীয়া দল দ্বারা ভক্তদের মাঝে মহানাম পরিবেশনা ও আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট