অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধি-
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে গত রবিবার থেকে।সনাতনী রীতি অনুযায়ী,প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথীতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা।
পটিয়া উপজেলার সুচক্রদন্ডী মিলন মন্দির সমিতির আয়োজনে রবিবার(৭ই জুলাই) সকাল থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজা,ভোগ রাগ,শ্রীমদ্ভগবত গীতা পাট
,সাংস্কৃতিক অনুষ্টান,মহাপ্রসাদ
বিতরন সহ বিকেলে এক গুনী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
এতে প্রধান ও সংবর্ধিত অতিথি ছিলে দক্ষিন জেলা আঃমীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি।
বিশেষ ও সংবর্ধিত অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান দিদারুল আলম দিদার,পৌরসভার মেয়র আইয়ুব বাবুল,পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর রূপক কুমার সেন,বিশেষ অতিথি ছিলেন দক্ষিন জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও দানশীল ব্যক্তিত্ব বাবু প্রদীপ কুমার বিশ্বাস।
মিলন মন্দির সমিতি কার্যকরী পরিষদের সভাপতি বাবু হরিপদ দে এর সভাপতিত্বে এবং রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি বাবু অসীম বসু মল্লিক(খোকন) এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মোঃ ছৈয়দ, শিক্ষক শ্যামল কান্তি দে,বাবু
তাপস দে,বাবু সনজীব কুমার দাশ,বাবু পুলক চৌধুরী,সাংবাদিক শিবু দাশ,মাধাই চন্দ্র নাথ প্রমুখ।
মন্দির কমিঠির নেতৃবৃন্দরা অনুষ্টানের সংবর্ধিত অতিথিগনদের মাঝে সংবর্ধনা সম্মাননা ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সভা সম্পন্ন হয়েছে।
এরপর সময়ে রথ যাত্রার মহাশোভাযাত্রা র্যালির সুচক্রদন্ডী জগন্নাথ ধাম থেকে শুরু হয়ে পটিয়া পৌর সদরের প্রধান সড়ক ঘুরে সুচক্রদন্ডী বাবু প্রদীপ বিশ্বাসের বাড়ীর মন্দিরে ফিরতী রথের জন্য জগন্নাথ দেবকে নামিয়ে মন্দিরের আসনে সমাসীন করার পর রথের মহাশোভাযাত্রা সমাপ্ত হয়।
উল্লেখ্য শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের রশি টেনে রথ যাত্রার মহা শোভাযাত্রা শুভ উদ্ভোধন করেছেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী সহ অনুষ্টানে অন্যান্য অতিথি বৃন্দ।
আগামী সোমবার (১৫ ই জুলাই) বিকেল ৩টায় উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।